Saturday, July 27, 2024

চাকরি না পেয়ে বেকার? প্রতিমাসে রাজ্য সরকার দেবে ২,৫০০ টাকা, নাম লেখান এই প্রকল্পে

চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু বহু চেষ্টা করেও কোন চাকরি পাচ্ছেন না। বর্তমানে সম্পূর্ণভাবে বেকার। যদি আপনার অবস্থাও এমন হয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ ব্যবস্থা। দেশের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে এক সরকারি প্রকল্প। যার জন্য আপনি বেকার হলেও প্রতি মাসে পেতে পারেন ২,৫০০ টাকা।

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে যৌথভাবে একটি যোজনা চালিয়ে থাকে যার মাধ্যমে বেকার যুবক-যুবতীরা প্রতিমাসে আড়াই হাজার টাকা করে পেতে পারেন। আসলে সেই আড়াই হাজার টাকা দেওয়া হয় বেকার ভাতা হিসেবে। এই বেকার ভাতার ৬০% দিয়ে থাকে রাজ্য সরকার এবং বাকি ৪০% দিয়ে থাকে কেন্দ্র সরকার।

Indian Students on exam mood

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে সকলেই যে সরকারের কাছ থেকে প্রতিমাসে ২,৫০০ টাকার সুবিধ নিতে পারবেন, এমনটাও কিন্তু নয়। কেন্দ্র এবং রাজ্য সরকারের এই যৌথ প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। সে সমস্ত ফোন করতে পারলেই আপনি বেকার ভাতা হিসেবে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন।

মাসিক ২,৫০০ টাকা ভাতা পেতে হলে যে সমস্ত শর্ত পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে-

) আপনার পারিবারিক বার্ষিক আয় লক্ষ টাকা নিচে থাকতে হবে।

) আপনার বয়স সর্বোচ্চ ৩৫ হতে হবে।

) আপনাকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সবচেয়ে বড়ো কথা-আপনার নাম অবশ্যই ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’-এ নথিভুক্ত থাকতে হবে। এই সমস্ত শর্ত পূরণ হলেই আপনি এই সরকারি সুবিধা নিতে পারবেন।।

তবে যাদের নাম ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’- এ নথিভুক্ত করা নেই তারা নতুন করে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’-এ নিজের নাম নথিভুক্ত করতে পারেন। কীকরে আপনি নিজের নাম নথিভুক্ত করতে পারবেন সেই সম্পর্কে আপনি যাবতীয় তথ্য ইন্টারনেটে পেয়ে যাবেন।

আপনার জন্য
WhatsApp Logo