Saturday, November 9, 2024

PNB গ্রাহকদের জন্য বড় খবর! ৩০ নভেম্বরের পর থেকে উঠে যাচ্ছে এই নিয়ম, বিপদে বহু গ্রাহক

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক- এই দুটি ব্যাংকের যেকোনো একটি ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনাকে অনুরোধ করবো এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখতে। সম্প্রতি ন্যাশনাল ব্যাংক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-উভয় ব্যাংকই তাদের গ্রাহকদের জন্য নতুন কিছু ঘোষণা করেছে। SBI এবং বিশেষভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের অতি অবশ্যই সেটা জেনে রাখা উচিত।

প্রথমে জেনে নিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য নতুন কী হয়েছে। সম্প্রতি জানা গেছে SBI, Reliance এর সঙ্গে মিলে গ্রাহকদের জন্য Reliance SBI Card এবং Reliance SBI Card Prime নামে দুই ধরনের কার্ড আনতে চলেছে। এই Reliance SBI কার্ডের মাধ্যমে তারা রিলায়েন্সের বিভিন্ন স্টোর থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা এবং Reliance SBI Card Prime কার্ডে তারা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন।

Punjab National Bank

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার জেনে নিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন কী ঘোষণা হয়েছে। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে গ্রাহকরা এতোদিন পর্যন্ত ট্রানজ্যাকশন হিস্ট্রি এবং মিনি স্টেটমেন্ট দেখার জন্য যে অ্যাপ ব্যবহার করতেন, সেই mPassbook অ্যাপ নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত তারা শেষবারের মতো ব্যবহার করতে পারবেন  এরপর আর mPassbook অ্যাপে আর কোনো কাজ করা যাবে না।

কিন্তু এতে চিন্তার কোনো কারণ নেই। কারণ ১ ডিসেম্বর পর mPassbook অ্যাপ ব্যবহার করা না গেলেও গ্রাহকদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নতুন অ্যাপ আনতে চলছে। সেই এপটির নাম হবে PNB One. পুরোনো mPassbook অ্যাপটির মতো PNB One অ্যাপেও আপনারা Transaction History & Account Mini Statement ডাউনলোড করতে পারবেন।।

আপনার জন্য
WhatsApp Logo