Saturday, July 27, 2024

এককালীন মিলবে ৪০ হাজার টাকা! পড়ুয়াদের মোটা অংকের স্কলারশিপ দিচ্ছে PNB, এভাবে করুন আবেদন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) থেকে প্রতি বছর মেধাবী ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়ে থাকে দারুন স্কলারশিপ। ১০-১৫ হাজার টাকা নয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই স্কলারশিপে শিক্ষার্থীরা পেয়ে থাকেন সর্বোচ্চ ৪০ হাজার টাকার স্কলারশিপ। তবে কাদের দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপ স্কলারশিপ? স্কলারশিপ পাওয়ার জন্য কী কী শর্ত পূরণ করতে হয়? আর কিভাবেই বা আবেদন করা যায়? এই সমস্ত তথ্য জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রথমেই জেনে নিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের PNB Housing Finance Protsahan Scholarship 2023 পেতে হলে কী কী শর্ত পূরণ করতে হবে। PNB Scholarship পাওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত পূরণ করতে হয়:

) প্রথমত শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) শিক্ষার্থীকে বিগত বছরের পরীক্ষায় অবশ্যই কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

) শিক্ষার্থীকে বর্তমানে B.A, B.Com, B.Sc এর প্রথম বর্ষে পাঠরত থাকতে হবে।

) শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ গ্রহণ করছে তা যেন UGC, AICTE দ্বার স্বীকৃত থাকে।

Students

কিভাবে আবেদন করবেন?

যোগ্য শিক্ষার্থীদের আবেদন করতে হবে অনলাইনে অনলাইন আবেদন করার জন্য শিক্ষার্থীদের https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/resources/409/1043_3.html ওয়েবসাইট সরাসরি ভিজিট করতে হবে। এই ওয়েবসাইট ভিসিট করলে সেখানে অনলাইন আবেদন করার অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে যে পেজ ওপেন হবে, সেই পেজে নিজের যাবতীয় তথ্য এবং নথিপত্রের কপি স্ক্যান করে আপলোড করলে আপনার আবেদন সম্পন্ন হবে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি খুব সহজেই PNB Scholarship পেয়ে যাবেন এবং আপনি স্কলারশিপের হাত ধরে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo