রাজ্যে কর্মসংস্থানের নতুন অসার আলো। সম্প্রতি কেন্দ্রের একটি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির (NIELIT) তরফ থেকে রাজ্যের (WB) গ্ৰুপ ডি এবং গ্ৰুপ সি পদের জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই পশ্চিমবঙ্গের যে কোন জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তাই চলুন আর দেরি না করে জেনে নিই বিস্তারিত।
—–
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে NIELIT তাদের Draftsman ‘C’ , Lab Assistant ‘B’ , Lab Assistant ‘A’ , Tradesman ‘B’ এবং Helper ‘B’ পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শূন্যপদ: এখানে সব মিলিয়ে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ১৪০ টির মতো। বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদ সংখ্যা ভিন্ন ভিন্ন, তাই সকলকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখার অনুরোধ রইল। নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক নিচে দেয়া হয়েছে।
বয়সসীমা: নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হলেই তাঁরা আবেদন করতে পারবেন এখানে। সেই সাথে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
———
বেতন: যে কোন চাকরিতে বেতন খুবই গুরুত্বপূর্ণ। তাই NIELITএর গ্রুপ ডি এবং গ্রুপ সি বিভিন্ন পদের মাসিক বেতন দেয়া হবে সরকারি পে স্কেল অনুযায়ী ২৯, ২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই তারা আবেদনের যোগ্য। তবে উল্লেখিত কিছু পদের জন্য থাকতে হবে পূর্বের কাজের অভিজ্ঞতা।
——
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ৩০/১০/ ২০২৩ এর মধ্যে nielit.gov.in এই ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। এই এক্ষেত্রে বাড়িতে মোবাইল অথবা কম্পিউটার থাকলে ঘরে বসেই অনলাইনে আবেদন করা যাবে। তবে কারো যদি আবেদন করতে সমস্যা হয় তাহলে তিনি তার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে উক্ত পদের জন্য আবেদন করতে পারেন। উল্লেখ্য সাইবার ক্যাফে গিয়ে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাতে হবে।
নিয়োগের প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
——
আবেদন মূল্য: সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের থেকে ২০০/ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের থেকে কোন প্রকার কোন আবেদন মূল্য নেয়া হবে না।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।