Saturday, September 14, 2024

পূজো মিটতেই বড় খবর রেশন কার্ড নিয়ে! এবারে এই কাজটি না করলে মিলবে না আর বিনামূল্যে রেশন

যদিও কেন্দ্র সরকার অনেক আগেই এই কাজটি করতে বলেছিলো, তবুও কিন্তু অনেকেই এখনো পযর্ন্ত রেশন কার্ডের এই কাজটি করেননি। যারা কাজটি এখনো করতে পারেননি বা ইচ্ছা করেই করেননি, তারা যদি ৩১শে অক্টোবরের মধ্যে কাজটি শেষ না করেন, তাহলে কিন্তু তারা বর্তমানে রেশন থেকে যে সুবিধা পাচ্ছেন,সেই সুবিধা তারা আর ভোগ করতে পারবেন না।

রেশন কার্ড সংক্রান্ত যে কাজটি করার কথা বলা হচ্ছে, তা হলো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। যদিও এর আগে অনেকবার সময় দেওয়া হয়েছিল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর। অনেকেই নির্দেশও সময়ের মধ্যে সেই কাজটি করেছেন। কিন্তু অনেকেই আবার তা করেননি। আবার অনেকেই আছেন যারা ভালো করে জানেন না যে তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো রয়েছে কিনা। যারা জানেন না যে তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো হয়েছে কিনা, আবার যারা লিঙ্ক করাননি তাদের করনীয় কী তা নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো আছে কিনা তা কিভাবে চেক করবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration shop pictures

বাড়িতে বসে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে বা, আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানো আছে কিনা সেটা চেক করার জন্য আপনাদের সবার প্রথমে  www.food.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। যদি আপনি এটা চেক করতে চান যে আপনার আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানো আছে কিনা- তাহলে সেই ওয়েবসাইটে আপনি রেশন কার্ড অপশনের মধ্যে Check The Status Of Your Ration Card অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আপনার সামনে একটা পেজ ওপেন হবে, সেই পেজে আপনার রেশন কার্ডের নম্বর এবং ক্যাটিগরি দিয়ে, ক্যাপচা ফিলাপ করার পর যদি স্ট্যাটাস “Active” দেখায়, তাহলে বুঝবেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে। আর যদি “Deactive” দেখায়, তাহলে আপনাকে লিঙ্ক করাতে হবে।।

কিভাবে আধারের সাথে রেশন কার্ডের লিঙ্ক করবেন?

যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে চান তাহলে আপনাকে Do E-KYC অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপর দেখবেন নতুন একটি পেজ খুলবে। সেখানে Link Aadhaar with Deactivated/Newly Approved কার্ড বলে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আরও একটা পেজ ওপেন হবে যেখানে রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ফিলাপ করে সার্চ অপশনে ক্লিক করলে Link Aadhaar And Mobile No অপশন পাবেন। সেখানে সব তথ্য দিয়ে খুব সহজেই লিঙ্ক করতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo