বর্তমানে আপনি কোনো সরকারি বা বেসরকারি চাকরি না করেও প্রতি মাসে ৫০০০ টাকা করে পেতে পারেন। হ্যাঁ ব্যাপারটা একটু অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এই ব্যাপারটা সত্যি। যদি বর্তমানে আপনার বয়স ১৮ বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনার হাতে সুযোগ রয়েছে প্রতিমাসে সর্বনিম্ন ১০০০ এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত নিশ্চিত রোজগার পাওয়ার। কিন্তু কীকরে আপনি প্রতিমাসে নিশ্চিত ৫০০০ টাকা পর্যন্ত রোজগার পেতে পারেন? জেনে নেওয়া যাক।
বর্তমানে যারা কোনো সরকারিভাবে সরকারি বা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অবসর গ্রহণের পর ভবিষ্যতে রোজগার কী করে হবে সেই বিষয়ে অতটাও চিন্তা থাকে না। কারণ তাদের একটা নিশ্চিত পেনশন থাকে। কিন্তু যারা কোন সরকারি বা বেসরকারি চাকরি করেন না তাদের মাথায় সবসময়ই এই চিন্তা থাকে যে,যখন তাদের কর্মশক্তি বা কাজ থাকবে না, তখন রোজগার কি করে হবে? এই চিন্তাটা খেটে খাওয়া প্রত্যেকটা মানুষের মাথাতেই থাকে। সাধারণ মানুষের মাথা থেকে এই চিন্তার বোঝা কমাতেই কেন্দ্র সরকার রয়েছে একটি বিশেষ যোজনা।
খেটে খাওয়া মানুষদের জন্য কেন্দ্র সরকারের একটি বিশেষ যোজনা রয়েছে,যেখানে আপনি খুবই সামান্য পরিমাণ টাকা জমিয়ে সেখান থেকে প্রতি মাসে সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রোজগার পেতে পারেন। কেন্দ্র সরকারের এই বিশেষ সুবিধা নেওয়ার জন্য নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। কেন্দ্র সরকারের সেই যোজনার নাম হলো অটল পেনশন যোজনা (Atal Pension Yojana- APY).
অটল পেনশন যোজনায় আপনি যত কম বয়স থেকে টাকা সঞ্চয় করতে শুরু করবেন আপনাকে তত কম পরিমাণ টাকা জমা করতে হবে কিন্তু যখন আপনার ৬০ বছর পূর্ণ হবে তখন আপনি তত বেশি রিটার্ন পাবেন। আপনি কোন বয়সে এবং কি পরিমান টাকা জমা করছেন সেই হিসেবে ঠিক হয় যে আপনি এই পেনশন যোজনা থেকে কী পরিমান টাকা পাবেন। অটল পেনশন যোজনা থেকে প্রতিমাসে, এক, দুই,তিন, চার এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। এই যোজনার সুবিধা হলো- এই পেনশন যোজনায় আপনাকে প্রতিমাসে টাকা দিতে হয় না। আপনি ছয় মাস অন্তর অন্তর টাকা জমা করতে পারেন।