Saturday, July 27, 2024

গুরুত্বপূর্ণ রইলো না আর আধার-প্যান কার্ডের! এবার থেকে সকলকে বানাতে হবে APAAR Card

যদি আপনার বাড়িতেও কোনো শিক্ষার্থী থেকে থাকে তাহলে জেনে নিন যে, কেন্দ্র সরকার তাদের জন্য নতুন করে আবার কী সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র সরকার থেকে জানানো হয়েছে যে এবার শিক্ষার্থীদের একটি নতুন ধরনের পরিচয় অবশ্যই বানাতে হবে। আপনার সন্তান সরকারি বা বেসরকারি যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক না কেন, আগামী ১৬-১৮ অক্টোবরে মধ্যে অবশ্যই তাকে এই নতুন ধরনের পরিচয়পত্র বানাতেই হবে। কিন্তু কোন পরিচয় আবার করতে হবে? জেনে নিন বিস্তারিত।

বর্তমানে বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে, চাকরির আবেদনের ক্ষেত্রে যেমন আধার কার্ড, ভোটার কার্ড,বার্থ সার্টিফিকেট এই সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন হয়ে থাকে, ঠিক তেমনই স্কুল কলেজের ক্ষেত্রেও আমাদের সবসময় একাধিক নথিপত্র প্রয়োজন হয়ে পড়ে। তবে এবার কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের যাতে এতো রকমের নথিপত্রের ঝামেলা না পোহাতে হয় তার জন্য তাদের করতে হবে এক নতুন ধরনের পরিচয় পত্র-APAAR Card.তবে কী এই APAAR? আর কী কাজেই বা আসবে সেই কার্ড?

PAN card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

APAAR Card- এর ফুল ফর্ম হলো Automated Permanent Academic Account Registration. এই কার্ড চালু করা হবে শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের বহু সংখ্যক নথিপত্র বা যোগ্যতার প্রমাণপত্রের ওজন কমাবে APPAR Card। এই APAAR Card-এর মাধ্যমে একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য নথিভুক্ত করা হবে একটি বিশেষ পোর্টালে। শিক্ষার্থী কোন শ্রেণীতে পড়ছে, কোথায় পড়ছে, কোন কোন ডিগ্রী অর্জন করছে এই সবকিছুর রেকর্ড থাকবে সরকারের কাছে। ফলে সহজেই APAAR Card দ্বারা দেখা যাবে একজনের যোগ্যতা কতটা বা সে কতটা পড়াশুনা করেছে।

এই কার্ডের জন্য কেন্দ্র সরকারের কাছে সঠিক তথ্য থাকবে যে বর্তমানে কোন শ্রেণীতে কত সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছে,কোন শ্রেণীর পর শিক্ষার্থীরা স্কুল ছুট হচ্ছে, কারোর ভুল তথ্য, নথিপত্র ব্যবহার করে স্কলাশিপের টাকা নেওয়া হচ্ছে কিনা, কারোর প্রাপ্য স্কলারশিপ বা অন্য কোনো প্রকল্পের টাকা অন্য কারোর হাতে যাচ্ছে কিনা ইত্যাদি। সরকারি-বেসরকারি সমস্ত স্কুল কলেজের ক্ষেত্রেই লাগু হবে এই বিশেষ কার্ড। তবে এই কার্ড চালু করার আগে অবশ্যই শিক্ষার্থীদের মাতা-পিতার সাথে আলোচনা করতে হবে। তাদের অনুমতি থাকলেই তাদের সন্তানের জন্য APAAR Card চালু করবে স্কুল।

আপনার জন্য
WhatsApp Logo