Saturday, July 27, 2024

ব্যাংকে গিয়ে দিয়ে রাখুন লাইন, পুজোর আগে একাউন্টে ঢুকবে ১০,০০০ টাকা! বড় উদ্যোগ রাজ্যে সরকারের

হাতেগোনা কয়েকদিন পরেই শুরু হতে চলেছে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব ‘দুর্গোৎসব’। পুজোর সময় বাঙ্গালীদের মনে আলাদাই এক আনন্দ কাজ করে। তবে এবার সেই পুজোকে আরো স্পেশাল করার জন্য বা আনন্দময় করে তোলার জন্য রাজ্য সরকার নিয়েছে এক সিদ্ধান্ত। পুজোর আগেই রাজ্য সরকারের তরকে এই রাজ্যের প্রায় দশ লক্ষ মানুষ পেতে চলেছেন নগদ ১০ হাজার টাকা। না! সেই ১০ হাজার টাকা মোটেও ব্যবসা করার জন্য কোনো আর্থিক অনুদান হবেনা। যেই ১০,০০০ টাকা দেওয়া হবে, সেটা পুরোপুরি ভাবে সেই প্রাপকেরই থেকে যাবে।

যেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ১০ লক্ষ মানুষ পুজোর আগে নগদ ১০,০০০ টাকা করে পাবেন,সেটা অনেক আগেই শুরু হয়েছিল। বর্তমানে এই রাজ্যের প্রায় নয় লক্ষ সাতান্ন হাজার মানুষ রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আমরা যেই প্রকল্প বিষয়ে কথা বলছি তা হল আমাদের রাজ্যের ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu Scheme) প্রকল্প। কেন্দ্র সরকার অনেকদিন আগেই পিএম কিষান যোজনা শুরু করেছিল। কেন্দ্র সরকারের সেই যোজনার অনুকরনেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছে। তবে পিএম কৃষাণ যোজনার থেকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প অনেকটাই ভালো।কারণ কৃষক বন্ধু প্রকল্পে যে অনুদাম দেওয়া হয়,তা পিএম কৃষাণ যোজনার থেকে অনেকটাই বেশি।

Pm Kishan Yojana

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমাদের রাজ্যের যে সমস্ত কৃষকের এক একরের কম জমি রয়েছে তারা,মূলত বছরে মোট চার হাজার টাকা অনুদান পেয়ে থাকেন। অপরদিকে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি রয়েছে, তারা মূলত দুটি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে মোট ১০ হাজার টাকা পাবেন। তবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এখানেই শেষ তাই নয়। যে সমস্ত কৃষক, এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এমন আঠারো থেকে ষাট বছর বয়সী যেকোন কৃষক যদি কোন দুর্ঘটনায় নিজের প্রাণ হারান,তাহলে সেই কৃষকের পরিবার কৃষক বন্ধুর প্রকল্পের আওতায় মোট ২ লক্ষ টাকা ক্ষতিপূরণও পেয়ে থাকেন।

 

আপনার জন্য
WhatsApp Logo