স্কলারশিপ (scholarship) হলো এমন একটি শব্দ যা গরিব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি আশার আলোর মতো। দেশের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের যাতে পড়াশোনায় কোন বাঁধা না আসে এবং তারা যেন উচ্চশিক্ষিত হতে পারে এজন্য সরকার এবং বিভিন্ন সংস্থার তরফে থেকে তাদের মোটা টাকা স্কলারশিপের মাধ্যমে দেয়া হয়ে থাকে। তাই আজ তেমনি একটি স্কলারশিপের ব্যাপারে জানাতে চলেছি আপনাদের। যেখানে আবেদন করলেই মিলবে ২ লক্ষ টাকা।
দেশের গরিব কিন্তু মেধাবী এমন ছাত্র-ছাত্রীদের মোটা অংকের স্কলারশিপ দেয়ার ঘোষণা করেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance foundation)। এই স্কলারশিপের মাধ্যমে দেশের ৫,০০০ জন মেধাবী ছাত্র ছাত্রীদের Reliance foundation scholarship এর মাধ্যমে তাদের উচ্চশিক্ষার জন্য ২ লক্ষ টাকার স্কলারশিপ প্রধান করবে। জানা গিয়েছে যে, দীর্ঘ ২৫ বছর ধরে দেশের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের Reliance foundation scholarship – এর মাধ্যমে তাদের মোটা অংকের টাকা প্রধান করছে মুকেশ আম্বানির সংস্থা Reliance corporation। চলুন জেনে নিই এই স্কলারশিপের টাকা আপনি কিভাবে পাবেন এবং জেনে নিন আবেদন পদ্ধতি।
এই স্কলারশিপের টাকা পেতে হলে সর্বনিম্ন আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে এই স্কলারশিপের জন্য। এবং সেই সাথে আপনি যদি বর্তমানে পড়াশোনা (কলেজে) করে থাকেন তাহলে গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হবার ডকুমেন্ট দেখাতে হবে আপনাকে। সেই সাথে আপনার পরিবারের বার্ষিক আয় যদি ২.৫ লক্ষ টাকার কম হয় তাহলেই আপনি Reliance foundation scholarship পাওয়ার যোগ্য।
যে ভাবে আবেদন করবেন: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে Reliance foundation scholarship জন্য আবেদন প্রক্রিয়া। যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই স্কলারশিপের আবেদন করার জন্য আপনাকে https://www.buddy4study.com/page/reliance-foundation-scholarships এই লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র পড়ে Apply অপশনে ক্লিক করে আবেদন করে দিতে হবে।