Monday, October 14, 2024

সরাসরি কর্মী নিয়োগ! জেলা আদালতে Group-C পদে চাকরি বিরাট সুযোগ, জানুন আবেদন‌ পদ্ধতি

মালদা জেলার ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ-C পদে চাকরি বিরাট সুযোগ। সম্প্রতি মালদা জেলার ডিস্ট্রিক্ট কোর্ট তাদের গ্ৰুপ-C পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা করতে পারবেন আবেদন। সেই সাথে মাসিক বেতনও খুবই ভালো এখানে। তাই যারা মালদা জেলার ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ-C পদে চাকরি করতে চান শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ২টি পদে জন্য কর্মী নিয়োগ করবে মালদা জেলার ডিস্ট্রিক্ট কোর্ট। সেই পদ দুটি হচ্ছে English Stenographer Grade III এবং English Stenographer Grade III

শূন্যপদ: দুটি পদের জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে আলাদা আলাদা। English Stenographer Grade III পদের জন্য শূন্যপদ সংখ্যা ১টি এবং English Stenographer Grade III পদের জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে ১১টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: শূন্যপদ সংখ্যা আলাদা আলাদা হাওয়ার মতো উক্ত দুটির পদের জন্যও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আলাদা আলাদা। প্রথম পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েশন পাশ এবং স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীর। এবং দ্বিতীয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ। সেই সাথে দুটির পদের জন্যই প্রার্থীর স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট এবং কম্পিউটার টাইপিং সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক বেতন: এখানে মাসিক বেতন মোটামুটি ভালোই, চাকরিতে নিযুক্ত প্রার্থীদের ৩৭,১০০ টাকা থেকে ৯৫,৫০০ টাকা এবং ৩২,০০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেয়া হবে।

Job

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এরজন্য নিচে দেয়া লিঙ্ক থেকে আবেদপত্র ডাউনলোড করে নিয়ে সেটি ফিলাপ করে নিচে দেয়া উক্ত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ১২ অক্টোবরের মধ্যে।

বয়সসীমা: English Stenographer Grade III এবং English Stenographer Grade III পদের জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৩৯ বছর।

আবেদন মূল্য: সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের ৮০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ৬০০ টাকা আবেদন মূল্য লাগবে। আবেদন মূল্য পাঠাতে হবে অনলাইনে যা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া আছে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Chairman, District Recruitment Committee and District Judge Malda, West Bengal.

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo