আধার কার্ডের (Aadhar Card) জন্য এখন অনেকেই নিজের জমানো সমস্ত টাকা কয়েক মূহুর্তেই হারিয়ে ফেলছেন। তাই সাইবার এক্সপার্ট সহ পুলিশও সকলে নিজের আধার নম্বর লক করে রাখার পরামর্শ দিচ্ছেন। দুষ্টিতরা খুব চালাকির সঙ্গে এখন অনেকের আধার কার্ডের যাবতীয় তথ্য হাতিয়র নিচ্ছে। পরে সেই তথ্যের জন্যেই আবার সাধারণ মানুষকে সর্বশান্ত হতে হচ্ছে। আধার কার্ডের জন্য সাইবার ক্রাইম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি যদি না চান যে আপনার সাথেও খারাপ কিছু ঘটুক, তাহলে জেনে নিন কিভাবে আপনার আধার নম্বর লক করতে হবে।
আধার কার্ড আপাতভাবে লক করার জন্য আপনাকে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট ভিজিট করার পর আপনি সেখানে VID Generator অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে General VID অপশন দেখতে পাবেন। সেখানে আপনার আধার নম্বর দিয়ে ক্যাপচা ফিলাপ করতে হবে। ক্যাপচা ফিলাপ করা হয়ে গেলে সেখানে Send OTP অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরে OTP আসবে। OTP Submit করলেই আপনার সামনে VID নম্বর আসবে।
কিভাবে আধার নম্বর লক / আনলক করবেন?
VID নম্বর পাওয়ার পর সেটা কোন জায়গায় কপি করে বা লিখে রাখুন। এরপর পূনরায় myaadhaar.uidai.gov.in ভিজিট করুন। এবার সেখানে আপনি ‘How Lock/Unlock Aadhaar Works’ পেজ পাবেন। সেখানে ক্লিক করলে Lock Aadhar Option পাবেন। সেই জায়গায় ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে যেখানে আপনার যাবতীয় তথ্য দিতে হবে। সেসব দিয়ে ফিলাপ করে আপনার ফোনে আসা OTP Submit করলেই আপনার আধার লক হয়ে যাবে। আবার একইভাবে আপনার আধার আপনির আনলকও করতে পারবেন।
আধার নম্বর লক হলেও আপনি যে VID নম্বর পাবেন, সেটা দিয়েই আপনি বেশিরভাগ কাজ করতে পারবেন। এতে আপনার কোনো সমস্যা হবেনা। তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আপনার আধার আনলক না করলেও আপনার সমস্যা হবেনা।