স্কলারশিপ (scholarship) হলো এমন একটি শব্দ যা গরিব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি আশার আলোর মতো। দেশের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের যাতে পড়াশোনায় কোন বাঁধা না আসে এবং তারা যেন উচ্চশিক্ষিত হতে পারে এজন্য সরকার এবং বিভিন্ন সংস্থার তরফে থেকে তাদের মোটা টাকা স্কলারশিপের মাধ্যমে দেয়া হয়ে থাকে। তাই আজ তেমনি একটি স্কলারশিপের ব্যাপারে জানাতে চলেছি আপনাদের। যেখানে আবেদন করলেই মিলবে ৭৫,০০০ টাকা।
এলআইসি বিদ্যাধন স্কলারশিপ (LIC Vidyadhan Scholarship) হলো এমনি একটি স্কলারশিপ যেখানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা পর্যন্ত পড়াশোনার জন্য মোটা টাকা দেয়া হয় তাদের। এই এলআইসি বিদ্যাধন স্কলারশিপের মাধ্যমে একাদশ, দ্বাদশ এবং কলেজ পড়ুয়ারা যারা কিনা উচ্চশিক্ষিত হয়ে নিজের এবং দেশের জন্য কিছু একটা করতে চান এজন্য তাদের পড়াশুনোর জন্য সর্বনিম্ন ২৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তি বাবদ মোটা টাকা দেওয়া হয় তাদের। তবে এই স্কলারশিপের টাকা পেতে হলে অবশ্যই একজন পড়ুয়াকে দশম ও দ্বাদশ শ্রেণীতে ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করবে হবে এরপর তিনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
তবে শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীতে ৭৫ শতাংশ নম্বর পেলেই হবে না। সেই সাথে যে সকল পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার চেয়ে কম তাঁরাই এলআইসি বিদ্যাধন স্কলারশিপের মাধ্যমে টাকা পাওয়ার উপযুক্ত। এই স্কলারশিপে আবেদন করার জন্য একজন পড়ুয়াকে https://www.buddy4study.com/page/lic-hfl-vidhyadhan-scholarship এই ওয়েবসাইটে সরাসরি ভিজিট করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র বলতে নিজেদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট ইত্যাদি। যা ওয়েবসাইটে উল্লেখ করা আছে।
জানিয়ে রাখি যে এই স্কলারশিপের আয়তায় যারা প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীরা আছে যারা তাদের বিশেষ Priority দেয়া হবে।