হটাৎ করে নগদ টাকার প্রয়োজন? ATM থেকে টাকা তোলা দরকার কিন্তু কার্ড সঙ্গে নেই? তাহলে উপায় কী? চিন্তা নেই। উপায় রয়েছে। কারণ এখন আপনি এমন পরিস্থিতিতেও ATM থেকে নগদ টাকা তুলতে পারবেন। যদি UPI ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। কারণ এখন থেকে আপনি কোন কার্ড ছাড়াই যেকোনো ATM থেকে তুলতে পারবেন নগদ টাকা, তাও আবার কয়েক সেকেন্ডে সময়েই।
অনেক সময় দেখা যায় যেখানে আমাদের হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আমাদের কাছে কার্ড না থাকায় আশেপাশে ATM থাকা সত্বেও আমাদের টাকা তোলা হয়না। সাধারণ মানুষের এই অসুবিধার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় হিটাচি পেমেন্ট সার্ভিসেস এমনই এক এটিএম চালু করেছে যেখানে আপনারা শুধুমাত্র QR Code করেই টাকা তুলতে পারবেন। আপাতত ট্রায়াল হিসাবে বিষয়টা নেওয়া হয়েছে এবং বতর্মানে সারা দেশে প্রায় ৭০০ এর মতো এই ধরনের ATM মেশিন বসানোর পরিকল্পনা করা হয়েছে।
কিভাবে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন?
দৈনন্দিন জীবনে আমরা যেভাবে কিউআর কোড ব্যবহার করে অনলাইন টাকা লেনদেন করে থাকি, ঠিক সেই ভাবেই আপনি টাকা তুলতে পারবেন। ATM মেশিনে কার্ড ছাড়াই কিউআর কোড স্ক্যান করে টাকা তোলার জন্য প্রথমে আপনাকে আপনার অ্যামাউন্ট বসাতে হবে। এরপর এটিএমে একটি QR Code আসবে। আপনাকে সেই কিউআর কোড স্ক্যান করতে হবে। এইভাবে আপনি খুব সহজেই সর্বোচ্চ নগদ ১০০০০ টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারবেন। আপাতত দেশের সর্বোত্র এই সুবিধা চালু না হলেও আশা করা যাচ্ছে খুব শীগ্রই সারা দেশে এই সুবিধা পাওয়া যাবে।