Thursday, December 7, 2023

স্টেট ব্যাঙ্কে 6 হাজারের বেশি শূন্যপদে নিয়োগ! এই মাত্র প্রকাশিত হলো বিজ্ঞপ্তি, জানুন আবেদন পদ্ধতি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরি খালি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে ছয় হাজারের বেশি শূন্য পদে ভারতের বিভিন্ন রাজ্যে নতুন করে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। আমাদের রাজ্যের যেকোনো জেলা থেকে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস হওয়ার জন্য আবেদন করতে পারবেন। কি করে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে? কী যোগ্যতায় আবেদন করা যাবে?বয়স কত হতে হবে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে- এই সমস্ত বিষয় জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

শূন্যপদ সংখ্যা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৬ হাজারের বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। সেই ৬০০০ পদের মধ্যে আমাদের রাজ্যের জন্য শূন্যপদ খালি রয়েছে ৩২৮ টি।

বয়সসীমা:  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ২০ বছর এবং প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর। তবে এই বয়স সীমা ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

মাসিক বেতন: নির্বাচন প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের এক বছর ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালে আপনার মাসিক বেতন হিসেবে ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে স্নাতক পাস হতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:  যারা আবেদন করবেন সেই সমস্ত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে একটি অনলাইন পরীক্ষা দিতে হবে। বাংলা, ইংরেজি, হিন্দি সহ ১৩টি ভাষায় সেই অনলাইন টেস্ট নেওয়া হবে। অনলাইন টেস্টে মোট ১০০ টি প্রশ্ন থাকবে। কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা আপনি বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন।

আবেদন সংক্রান্ত বিষয়: যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের ১ তারিখে এবং আবেদন শেষ হবে সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে। আবেদন করার জন্য আপনাদের সরাসরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে www.sbi.co.in যেতে হবে এবং সেখানে ক্যারিয়ার পেজে আপনাকে ভিজিট করতে হবে। যদি আপনি নিজে থেকে আবেদন করতে না পারেন তাহলে আপনি আপনার নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফে থেকে নিজের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo