যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এবং সেই কাস্ট সার্টিফিকেটের জন্য দীর্ঘদিন থেকে আপনি সরকারি কাজের সুবিধা লাভ করতে থাকেন, তাহলে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত একটি বিষয় আপনার এখন জেনে রাখা দরকার। কারণ আমাদের রাজ্যের সরকার কাস্ট সার্টিফিকেট নিয়ে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। সেটা হল সরকার কিছুদিনের মধ্যেই রাজ্যের প্রচুর সংখ্যক কাস্ট সার্টিফিকেট বাতিল করবে। কিন্তু হঠাৎ করে রাজ্য সরকারের কেন এই সিদ্ধান্ত? সেটাই জানতে পারবেন এই প্রতিবেদনে।
ভারতের যেকোনো রাজ্যে cast certificate কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে না বললেও আপনারা খুব ভালো করেই জানেন। কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি প্রতিটা সরকারি কাজের ক্ষেত্রেই নানা ধরনের সুবিধা পাওয়া যায়। কাস্ট সার্টিফিকেটের এত ধরনের সুবিধা থাকার জন্যই দিন দিন বেড়ে চলেছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট। এমন বহু নাগরিক রয়েছেন যারা নিজেদের ভুয়ো নথিপত্র দেখিয়ে কাস্ট সার্টিফিকেট বানিয়ে ফেলেছেন। কিন্তু বিষয়টা কখনোই স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না।
কিছুদিন আগেই দেখা গিয়েছিল পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কিছু ব্যক্তি নিজেদের ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিল। এইভাবে একজনের প্রাপ্য জিনিস অন্য একজনের হাতে চলে যাওয়ার একটা পর্যায় সৃষ্টি হয়েছিল। কিন্তু বিষয়টা পুরোপুরি ভাবে আইন বিরোধী হওয়ায় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভুয়ো কাস্ট সার্টিফিকেটের জন্য এই ধরনের যত অবৈধ কাজ গুলো হচ্ছে, সেগুলো দ্রুত বন্ধ করতে হবে। এবং সমস্ত ভুয়ো সার্টিফিকেট দ্রুত বাতিল বলে ঘোষণা করা হবে। আর যারা সেই সার্টিফিকেট ব্যবহার করছেন, তাদের জন্যেও কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।