Tuesday, October 15, 2024

৫, ১০ নয় রাজ্যের এই নয়া প্রকল্পে বেকার যুবক-যুবতীরা পাবে ১.৫ লক্ষ টাকা! এভাবে তুলুন নাম

জন দরদী মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের উন্নয়নের জন্য এবং দরিদ্র মানুষের জন্য বহু প্রকল্প বা স্কিম চালু করেছেন তিনি। যেই প্রকল্প বা স্কিমের সরাসরি ফায়দা নিচ্ছে রাজ্যের কোটি কোটি মানুষ। তবে এবারে শোনা যাচ্ছে যে নতুন আরোও একটি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীরা বাইক/ স্কুটি কেনার জন্য পাবে ১.৫ লক্ষ টাকা।

মুখ্যমন্ত্রীর নতুন এই প্রকল্পের নাম হচ্ছে গতিধারা প্রকল্প (Gatidhara Scheme)। যেই প্রকল্পে নাম তুললে রাজ্যের বসবাসকারী যে কোন বেকার যুবক-যুবতীরা যাদের মাসিক আয় ২৫ হাজার টাকার চেয়ে কম তাঁরা গাড়ি/স্কুটি কেনার জন্য ১.৫ লক্ষ টাকা পাবেন। এই গতিধারা প্রকল্প নিজের নাম নথিভুক্ত করার জন্য বেকার যুবক-যুবতী www.transport.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর নিজেকে নিবন্ধ করতে হবে। এরপর ফর্ম ভেরিফিকেশনের পর পাওয়া যায় ১.৫ লক্ষ টাকা।

Sarkari scheme

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গতিধারা প্রকল্পে নাম তোলার জন্য নিজেকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ি বাসিন্দা হতে হবে। এছাড়াও ব্যাংকের passbook এর জেরক্স সহ যেই দোকান থেকে গাড়ি কিনবেন সেই দোকানের ডিলার কোটেশন নাম্বার লেখা প্রমাণপত্র লাগবে এবং সঙ্গে লাগবে দুটি পাসপোর্ট সাইজের ছবি। এই সব কিছু নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গতিধারা প্রকল্পের ফর্ম পূরণ করতে হবে। এরপর ফর্ম ভেরিফিকেশনের পর উক্ত ব্যাংক একাউন্টে গাড়ি কেনার টাকা পোঁছে যাবে।

আরও পড়ুন: আবেদন করলেই ব্যাংকে ঢুকবে নগদ ১০,০০০ টাকা, রাজ্যবাসীর জন্য নয়া প্রকল্প মমতার

আপনার জন্য
WhatsApp Logo