প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৭৭তম স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লায় ঘোষণা করেছেন আগামী সেপ্টেম্বর মাস থেকেই ভারতীয়রা পাবেন এক নতুন যোজনার (Yojana) সুবিধা। যার জন্য ইতিমধ্যেই ধার্য করা হয়েছে ১৪ থেকে ১৫ হাজার কোটি টাকার বেশি। কেন্দ্র সরকার নতুন করে কোন যোজনা শুরু করতে চলেছে, কাদের এই সুবিধা দেওয়া হবে, কী করে সুবিধা দেওয়া হবে-এই সমস্ত তথ্য জানতে সম্পন্ন প্রতিবেদনটি পড়ে দেখুন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় কেন্দ্র সরকারের নানা যোজনা এবং সেই যোজনার সফলতা সম্পর্কে বলেছেন। তবে সেখানে তিনি আরো বলেছেন,সেই সমস্ত যোজনা ছাড়াও ভারতীয়রা যাতে আরও নতুন প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে পারেন, তার জন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে কেন্দ্র সরকার শুরু করতে চলেছেন বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা (Vishwakarma kaushal Samman Yojana)।
তবে প্রশ্ন আসে, কারা এই যোজনার সুবিধা পাবেন। এর উওর হলো-বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনার সুবিধা পাবেন ভারতের কারিগর শ্রেণী। এই যোজনার মাধ্যমে তারা যে শুধুমাত্র আর্থিক সুবিধা পাবেন তাই নয়! কারিগর শ্রেণী আর্থিক সুবিধা ছাড়াও প্রশিক্ষণ,সামাজিক সুরক্ষা, প্রশিক্ষন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, ব্র্যান্ড প্রোমোশন, বাজার সম্পর্কে প্রশিক্ষণ ইত্যাদি দেওয়া হবে। বিভিন্ন কারিগরি কাজের সঙ্গে যুক্ত থাকা কারিগরদের প্রশিক্ষণ দিয়ে তাদের উৎপাদন ব্যবস্থায় যাতে আরও উন্নতি আনা যায়,সেটাই হবে এই যোজনার প্রধান উদ্দেশ্য।
তবে বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনার মাধ্যমে কারিগর শ্রেণী ঠিক কত টাকা বা কী পরিমান আর্থিক সাহায্য পাবেন, তারা কিভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন,ঠিক কোন কোন কাজের সঙ্গে যুক্ত থাকা কারীগররা এই প্রকল্পের সুবিধা পাবেন, সেটা এখনো অস্পষ্ট। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন আগামী বিশ্বকর্মা পূজার মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্প শুরু করা হবে এবং তখনই এই প্রকল্প সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে।