Saturday, September 14, 2024

আবাস যোজনা অতিত! বাড়ি তৈরির জন্য মিলবে ১.২ লাখ টাকা, নাম লেখান পশ্চিমবঙ্গের এই প্রকল্পে

রাজ্যের মানুষদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুরু করেছেন এক নতুন ধরনের আবাস যোজনা। সকলের নতুন পাকাপোক্ত বাড়ি করার জন্য মূখ্যমন্ত্রী এই আবাস যোজনার মাধ্যমে রাজ্যের প্রত্যেককে দেবেন মোট ১ লক্ষ ২ হাজার টাকা। ২০২০ সালের মার্চ মাসের শুরু হওয়া রাজ্যের এই আবাস যোজনার সুবিধা আপনি কিভাবে নিতে পারবেন- তা জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

রাজ্যের হতদরিদ্র মানুষরাও যাতে নিজেদের পাকা বাড়ি ঘর তৈরি করতে পারেন,সেজন্য তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ২০২০ সালের ৩রা মার্চ এক নতুন ধরনের আবাস যোজনা শুরু করেছিলেন যার নাম ‘স্নেহালয় হাউসিং স্কীম (Snehaloy Housing Scheme) এই যোজনায় আবেদনকারীকে সরকারের পক্ষ থেকে মোট ১,২০,০০০ টাকা দেওয়া হয়। এই আবাস যোজনা অনেকটা প্রধানমন্ত্রী আবাস যোজনার মতই।

House

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

‘স্নেহালয় হাউসিং স্কীমের ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার জন্য আপনাকেwbhousing.gov.in- ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার পর যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনার আবেদন সঠিক হয়, তাহলে আপনি খুব সহজেই এই স্কিমের এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন। তবে সকলেই যে ‘স্নেহালয় হাউসিং স্কীমের সুবিধা পাবেন তেমন টা নয়। যাদের মাসিক ইনকাম ১০ হাজার টাকা কম এবং যারা অন্যান্য আবাস যোজনার জন্য আবেদন করেননি বা অন্যান্য আবাস যোজনার সুবিধা পাননি, শুধুমাত্র তারাই ‘স্নেহালয় হাউসিং স্কীমের সুবিধা নিতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo