Wednesday, October 9, 2024

বিনামূল্যে সোলার প্যানেল বসাতে ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার! এভাবে করুন নিজের নাম নথিভুক্ত

বিদ্যুত বিলের জেরে ১২ মাস আমরা নাজেহাল থাকি অনেকেই। অন্যদিকে আবার দিন দিন ইউনিট প্রতি বেড়েই চলেছে বিদ্যুতের দাম। তাই মাস শেষে বিদ্যুত বিল পরিশোধ করতে গিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকেন অনেকেই। তাই এবার আপনাকে দুশ্চিন্তা মুক্ত করতে এবং বিদ্যুত বিলের ঝামেলা এড়াতে কেন্দ্রীয় সরকার চালু করেছে একটি নতুন যোজনা। যেখানে বিনামূল্যে বাড়িতে সোলার প্যানেল (solar panel installation) লাগানোর জন্য দেয়া হচ্ছে ভর্তুকি।

কেন্দ্রের একটি প্রকল্প যার নাম হচ্ছে রুফটপ স্কিম (rooftop Scheme) ২০২৩। যেই স্কিমের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগনকে সোলার প্যানেলের আওতার মধ্যে আনা সেখানে সৌরশক্তিকে কাজে লাগিয়ে প্রতি ঘরে ঘরে পৌঁছবে বিদ্যুৎ। আর এতে উক্ত কোন গ্রাহককে কোন টাকা পয়সা দিতে হবে না বিদ্যুত খরচ বাবদ। এই রুফটপ স্কিমের আওতায় কেন্দ্র সরকারের তরফ থেকে যে সোলার প্যানেল গুলো প্রদান করা হবে সেগুলো ৩ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। আর এতে করে বিদ্যুৎ বিলের ঝামেলা থেকে মুক্ত পাবে দেশবাসী।

কেন্দ্রীয় সরকার রুফটপ স্কিমের মাধ্যমে ৪০ শতাংশ ছাড়ে বাড়িতে সোলার প্যানেল লাগানোর সুবিধা প্রদান করছে। অর্থাৎ সোলার প্যানেলের যা খরচ তার মাত্র ৬০ শতাংশ টাকা দিতে হবে আপনাকে এবং বাকি ৪০ শতাংশ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। এই রুফটপ স্কিমে নাম লেখানোর জন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট তথা solarrooftop.gov.in এই ভিজিট করতে হবে। এরপর বাড়িতে সোলার প্যানেল লাগানোর জন্য আবেদন করতে হবে। আবেদনের পর সোলার প্যানেল লাগানোর জন্য আপনার বাড়িতে লোক আসবে এরপর প্যানেল লাগানো হয়ে গেলে হাতে হাতে ৬০ শতাংশ টাকা দিতে হবে আপনাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo