বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন দেশের ৮০ কোটি মানুষ। সাধারণত করোনা অতিমারির পর থেকে কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে এবং কেন্দ্রে সরকার মিলে পুরো দেশ ব্যাপি মানুষদেরকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করছে। এবং এই বিনামূল্যে রেশন বন্টন আরো ১ বছর চলবে বলে ধারনা করা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন প্রতি মাসের ন্যায় এবারে আগস্ট মাসে রেশনে আপনি কোন কার্ডে কতটুকু খাদ্য সামগ্রী পাবেন?
দেশের তথা পশ্চিমবঙ্গের একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এটা অবশ্যই জানা উচিত যে একটি নতুন মাস শুরুর পর রেশনে ব্যবস্থায় খাদ্য সামগ্রী বন্টনে কোন পরিবর্তন ঘটেছে কিনা। কোন মাসে রেশন কার্ডে কতটুকু মাল সামগ্রী পাওয়া যাবে.. একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এটা অবশ্যই জানা উচিত যাতে কোন রেশন ডিলার রেশনে কারচুপি করলে, রেশনে মাল কম দিলে আপনি তাকে ধরে ফেলতে পারেন এবং তার বিরুদ্ধে আপনি খাদ্য দপ্তরে অভিযোগ জানাতে পারেন। চলুন আর জেনে না করে জেনে নিই আগস্ট মাসে রেশনে কোন কোন কার্ডে কতটুকু মাল- সামগ্রী পাওয়া যাবে।
RKSY-1 – এই রেশন কার্ড উপভোক্তরা আগস্ট মাসে রেশনে ৫ কেজি করে চাল পাবেন। যদি RKSY-1 এর রেশন কার্ড উপভোক্তরা পরিবারের ৫ জন থাকেন তাহলে তাদের চালের পরিমান দাঁড়াচ্ছে ২৫ কেজিতে। এরপর RKSY-ll এরা আগস্ট মাসে রেশনে মাথাপিছু ২ কেজি করে চাল পাবেন। PHH এবং SPHH – এই রেশন কার্ড হোল্ডাররা আগস্ট মাসে রেশনে মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি করে আটা পাবেন। সবশেষে AAY- দেখতে গেলে এরা রেশনে সবচেয়ে বেশি মাল সামগ্রী পেয়ে থাকেন। এবারে এরা আগস্ট মাসে রেশনে মাথাপিছু ২১ কেজি করে চাল এবং ১৩.৩০০ কেজি করে গম পাবেন।