উচ্চশিক্ষার জন্য রাজ্যে তথা কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের মোটা অংকের স্কলারশিপ (scholarship) দিয়ে থাকে। সাধারণত যারা একটু পড়াশোনায় ভালো কিন্তু অর্থনৈতিক অবস্থা তাদের শোচনীয়। এমন পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ স্কিম রয়েছে রাজ্যে এবং কেন্দ্রের। জানা গেছে যে এবারে একটি নতুন ধরনের স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের উচ্চ শিক্ষিত করতে তাদের ৭৫,০০০ টাকার স্কলারশিপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই আপনি যদি এই স্কলারশিপের টাকা পেতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
কেন্দ্রের এই স্কলারশিপের নাম হচ্ছে PM YASASVI স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে একজন পড়ুয়াকে অন্ততপক্ষে বার্ষিক বৃত্তি হিসেবে ৭৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়ে থাকে কেন্দ্রের সরকারের ন্যাশনাল টেস্টিং এজেন্সি সংক্ষেপে NTA বোর্ডের তরফ থেকে। যদিও বার্ষিক বৃত্তি হিসেবে এই ৭৫ হাজার টাকার স্কলারশিপ পেতে হলে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে আয়োজিত একটি পরীক্ষায় বসতে হয় পড়ুয়াদের। এরপর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলে পড়াশোনা খরচ বাবদ আর্থিক এই সহায়তা। সেই সাথে যে সমস্ত পড়ুয়ারা নবম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম তারাই এই PM YASASVI টাকা পেয়ে থাকেন।
জানা গেছে যে, ইতিমধ্যেই PM YASASVI স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যা চলবে ১৬ আগষ্ট পর্যন্ত। এবং পরিক্ষা শুরু হবে ২৯ সেপ্টেম্বর। এই তারিখের মধ্যে PM YASASVI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেকে নিবদ্ধ করতে হবে এরপর পরিক্ষা এবং স্কলারশিপ আবেদন ফর্মটি পূরণ করতে হবে।