Monday, October 14, 2024

সিলিন্ডারের দিন শেষ! বাড়ি বাড়ি পৌঁছে যাবে পাই লাইনের মাধ্যমে রান্নার গ্যাস, বড় উদ্যোগ সরকারের

গ্যাস সিলিন্ডার (Gas cylinder) শেষ হলেই আমাদের ছুটতে হয় গ্যাস অফিসে। সেখানেও লাইনে দাঁড়াতে হয় ঘন্টার পর ঘন্টা। কিন্তু কেমন হবে যদি আপনাকে বার বার গ্যাস অফিসে গিয়ে, লাইনে দাঁড়াতে না হয়? কেমন হবে যদি বাড়িতে বসেই গ্যাস পাওয়া যায়- তাও আবার কোনো ঝামেলা ছাড়াই। হ্যাঁ এটা সম্ভব হতে পারে, যদি আমাদের গ্যাস সিলিন্ডারের সিস্টেম বন্ধ করে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়া হয়। সূত্রে খবর পাওয়া গেছে যে, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার পাইপলাইনরের মাধ্যমে গ্যাস সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।

পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবারহ প্রসঙ্গে পূর্তসচিব জানিয়েছেন, এখনো পর্যন্ত এলপিজি সিলিন্ডার ফিলিং স্টেশন থেকে গৃহস্থের বাড়ি সড়ক পরিবহনের মাধ্যমে গ্যাস পৌঁছনোর ব্যবস্থাই রয়েছে। তবে এর ফলে রাস্তায় একদিকে যেমন ট্রাফিকের উপর চাঁপ সৃষ্টি হয়, অন্যদিকে ঠিক তেমনি পরিবেশের উপরও এর খারাপ পড়ে। তাই ট্রাফিকের উপর চাপ কমাতে এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে যদি পাইপলনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়, তাহলে পরিবেশ এবং ট্রাফিক উভয়ের জন্যই তা উপকারী হবে।।

LPG gas cylinder

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রথমদিকে কলকাতা (Kolkata) সহ আশেপাশের অঞ্চলে পাইপলাইন বসানোর পরিকল্পনা রয়েছে। কিভাবে পাইপ বসানো হবে, কিভাবে কাঠামো তৈরি হবে, জমি তৈরি, ডিপোজিট, অ্যাপ্লিকেশান ফি বাবদ কত অর্থ থেকে কত খরচ হতে পারে এই নিয়ে নীতিও তৈরি হয়েছে। পাইপলাইন বসানোর দায়িত্বে যেসব সংস্থ রয়েছে- সেই সংস্থা গুলো দ্রুত কাজ শুরু করার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পাওয়ার চেষ্টা করছে। এজন্য তারা ইতিমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও স্বায়ত্ত্বশাসিত সংস্থাগুলির সঙ্গে যোগাযোগের চেষ্টাও করছে। তব্র এই বিষয়ে সংস্থার কতটা সাফল্য এসেছে তা এখনো অজানা।

আপনার জন্য
WhatsApp Logo