আর কোন কাজে লাগবে না প্যান কার্ড (PAN card)। এক প্রকার নিস্ক্রিয় হয়ে গেল প্যান কার্ডধারীদের প্যান কার্ড। ফলে রাতের ঘুম হারাম হয়ে গেল বহু মানুষের। তাই এখন থেকে আর কেউ প্যান কার্ড থাকলেও করতে পারেন না ITR ফাইল, অনান্য যে কোন প্রয়োজনে কিংবা চাইলেও খুলতে পারবেন না নতুন কোন ব্যাংক একাউন্ট। ফলে সমস্যার মধ্যে পড়েছেন কোটি কোটি মানুষ। আসলে হয়েছে টা কি চলুন জেনে নিই।
গত ৩০ জুন ছিল আধার এবং প্যান কার্ড লিংকের শেষ তারিখ। কথা ছিল এই তারিখের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে নিস্ক্রিয় হয়ে যাবে বহু মানুষের প্যান কার্ড। আর আয়কর বিভাগের (income tax department) এই কথা অনুযায়ী যারা ৩০ জুনের মধ্যে নিজেদের আধার প্যান লিঙ্ক করাননি তাদের প্যান কার্ড নিস্ক্রিয় করে দেয়া হয়েছে। ফলে প্যান কার্ড থাকলেও সেটি এখন আর ব্যবহারযোগ্য নয়। এমনকি নিস্ক্রিয় প্যান কার্ড দিয়ে কেউ চাইলেও ITR ফাইল সহ আর কোন কাজ করতে পারবেন না।
অনান্য নথিপত্রের মতোই প্যান কার্ডও নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ নথি। কিন্তু কিছু মানুষ ১,০০০ টাকা জরিমানা দিতে সামর্থ্য না থাকায় ৩০ জুনের মধ্যে আধার-প্যান লিঙ্ক করাননি। ফলে বাতিল হয়ে গিয়েছে তাদের প্যান কার্ড। যদিও বাতিল হওয়া প্যান কার্ড ফের একবার চালু করার শেষ সুযোগ দিচ্ছে আয়কর দপ্তর। তাই যারা যারা নিজেদের নিস্ক্রিয় প্যান কার্ড পুনরায় চালু করতে চান তারা আয়কর দফতরের অফিসিয়াল গিয়ে আধার প্যান লিঙ্ক করাতে পারেন।
আধার প্যান লিঙ্ক করতে লাগবে ১,০০০ টাকা। ‘হ্যা’ ঠিকই শুনেছেন। প্যান কার্ড নিস্ক্রিয় হয়ে যাবার পরেও আপনি ১,০০০ টাকা জরিমানা দিয়ে নিজের প্যান কার্ড পুনরায় চালু করতে পারবেন। দেশের জনগণের সুবিধার্থে আধার-প্যান লিঙ্কের পোর্টাল এখনো চালু রয়েছে।