Saturday, December 2, 2023

প্রতিমাসে মিলবে ৫,০০০ টাকা! পড়ুয়াদের জন্য দুর্দান্ত স্কলারশিপ চালু করলো সরকারি এই সংস্থা

আমাদের দেশ তথা রাজ্যে এমন বহু পড়ুয়া আছেন যারা কিনা স্কলারশিপের (scholarship) মাধ্যমে টাকা পেয়ে নিজেদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমনি সরকার এসব মেধাবী এবং গরিব ছাত্র-ছাত্রীদের জন্য বিপুল সংখ্যক টাকা স্কলারশিপের মাধ্যমে তাদের আর্থিক সাহায্য করে থাকে। আজ তেমনি একটি স্কলারশিপের ব্যাপারে জানাতে চলেছি আপনাদের। যেখানে আবেদন করলে প্রতি মাসে মিলবে ৫,০০০ টাকা।

ইন্সপায়ার স্কলারশিপ (Inspire Scholarship) হলো এমনি এক স্কলারশিপ যেখানে পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বছরে ৬০ হাজার টাকা দেয়া হয়ে থাকে। অর্থাৎ প্রতিমাসে একজন পড়ুয়া ইন্সপায়ার স্কলারশিপের মাধ্যমে ৫,০০০ টাকা করে পেয়ে থাকেন। এই স্কলারশিপের টাকা কেবলমাত্র সেই সকল পড়ুয়াদের দেয়া হয় যারা কিনা গ্র্যাজুয়েশন লেভেলের সায়েন্সের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন। এবং যাদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার চেয়ে কম, এমন পড়ুয়াদের কেন্দ্রের ইন্সপায়ার স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ৬০ হাজার টাকা দেয়া হয়ে থাকে।

Students

এই স্কলারশিপের আবেদন করার জন্য একজন পড়ুয়াকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট তথা online-inspire.gov.in যেতে হয়। এরপর একটি বৈধ মোবাইল নাম্বার এবং একটি ইমেইল ঠিকানায় দিয়ে নিজেকে নিবদ্ধ করার মাধ্যমে আবেদন করতে হয়। তবে এই ইন্সপায়ার স্কলারশিপের টাকা সব পড়ুয়ারাই পান না। কেবলমাত্র যে সকল পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের বা দেশের মধ্যে টপ 1% এর মধ্যে আসে তারাই এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর ৬০ হাজার এবং প্রতিমাসে ৫ হাজার টাকা করে পান।

আপনার জন্য
WhatsApp Logo