Friday, February 7, 2025

৫০ হাজার টাকা! স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য মোটা অংকের স্কলারশিপ ঘোষণা HDFC ব্যাংকের

পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য মাঝে মধ্যেই সরকারি হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠান গুলো তাদের মোটা অংকের স্কলারশিপ (scholarship) দিয়ে থাকে। যা তাদের পড়াশোনার কাজে ব্যাবহার হয়। এমনি একটি মোটা অংকের স্কলারশিপ দিচ্ছে দেশের সবচেয়ে বড় বেসরকারী ব্যাংক HDFC Bank। যেখানে আবেদন করলেই মিলবে ৫০ হাজার টাকার স্কলারশিপ। জেনে নিন বিস্তারিত।

HDFC ব্যাংক পড়ুয়াদের দিচ্ছে মোটা অংকের স্কলারশিপ। দেশের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য HDFC Bank Parivartan Scholarship নামে এই স্কলারশিপ দেয়া হচ্ছে HDFC ব্যাংকের তরফ থেকে। যেখানে আবেদন করলে একজন পড়ুয়া এককালীন ৭৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। এই স্কলারশিপ স্কুল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এমনকি কলেজ পড়ুয়ারা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। যার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে।

Students

এই HDFC Bank Parivartan Scholarship এর মূল উদ্দেশ্য হচ্ছে পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য সহযোগিতা করা। তবে বিভিন্ন শ্রেণী বিন্যাসে এই স্কলারশিপের টাকার পরিমাণ কিছুটা আলাদা। যেমন প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পড়ুয়ারা এখানে বার্ষিক ১৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকে আবার ইঞ্জিনিয়ার এবং মেডিকেল স্তরের ছাত্ররা-ছাত্রীরা এখানে ৫০,০০০ টাকার স্কলারশিপ পান অন্যদিকে পেশাদারী স্নাতক কোর্সের ছাত্র-ছাত্রীরা পান বার্ষিক ৭৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ।

তবে এই স্কলারশিপ পাওয়ার কিছু শর্ত রয়েছে যেমন একজন পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার কম সেই সাথে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে তার। ইতিমধ্যেই HDFC Bank Parivartan Scholarship এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অনলাইনে যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই তারিখের মধ্যে buddy4studay নামক ওয়েবসাইটে গিয়ে উক্ত স্কলারশিপের জন্য নিজেকে নিবন্ধন করতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo