যারা দীর্ঘকালীন যাবত ধরে সরকারি চাকরি (Government job) খুঁজে চলেছেন তাদের জন্য সুখবর। কারণ আমরা আপনারা জন্য কেন্দ্রীয় সরকারের একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। যেখানে মাসিক বেতন খুবই ভালো এমনি নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় সেখানে করা যাবে আবেদন। চলুন আর দেরি না করে জেনে নিই কেন্দ্রের কোন সংস্থায় কোন পদে কর্মী নিয়োগ হবে।
যে পদে কর্মী নিয়োগ হবে: কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দপ্তরের অধীনে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল দপ্তরের গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Administrative assistant।
শূন্যপদ: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১৭৭৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা হিসেবে উক্ত পদের জন্য চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রী পাশ অর্থাৎ যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করা থাকলে এবং সেই সাথে কম্পিউটারের নলেজ থাকলে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হলেই তাঁরা আবেদনের যোগ্য। তবে যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী ( ST, SC ,OBC Etc Etc) আছেন সরকারি নিয়ম অনুযায়ী তারা বয়সের ছাড় পাবেন। কোন কোন ক্যাটাগরিতে বয়সের ছাড় কতো তা নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে।
বেতন: যে কোন চাকরির ক্ষেত্রেই বেতন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই কেন্দ্রের এই উক্ত পদের মাসিক বেতন দেয়া হবে পে লেভেল ৭ অনুযায়ী অর্থাৎ ৪৪,৯০০ টাকার মতো।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ১৭ সেপ্টেম্বরের মধ্যে অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এর জন্য নিচে দেয়া ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। প্রয়োজনীয় নথিপত্র যা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিয়ে আবেদনের ফর্মটি একটি মুখবন্ধ খামে পুরে নিচে দেয়া ঠিকানায় পোষ্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা: Shri Nilesh Patil, Asstt. C &AG (N)-I,
O/o the C&AG of India,
9, Deen Dayal Upadhyay Marg,
New Delhi- 110124.
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।