Saturday, November 9, 2024

দুয়ারে সরকার ক্যাম্পে নতুন প্রকল্পের সূচনা! আবেদন করলে মিলবে ১০০০ টাকা, জানুন বিশদে

রাজ্যে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্প। যেখানে সরকারের বিভিন্ন রকমের প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সাধারণ মানুষের সুবিধার্থে এই দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিলেন তিনি। যেই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ছিল সরকারি যে কোন প্রকল্প কিংবা সরকারি যেকোনো সাহায্যের জন্য বাড়ি থেকে দূরে অর্থাত্ বিডিও অফিস কিংবা এসডিও অফিসে নাম গিয়ে দুয়ারে সরকার ক্যাম্প থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প যা চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্পে নতুন কয়েকটি প্রকল্প চালু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেই প্রকল্পে আবেদন করলে মিলবে ১০০০ টাকা করে

এই মুহূর্তে রাজ্যের ৩৩টি প্রকল্পের সুবিধা সাধারনত মানুষ পেয়ে থাকেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে। যেগুলোর মধ্যে অন্যতম কয়েকটি প্রকল্প হচ্ছে, লক্ষী ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ আরো অনান্য। তবে এবারে রাজ্যবাসী আরো ২টি প্রকল্পের সুবিধা পাবেন দুয়ারে সরকার ক্যাম্পে। যেখানে আবেদন করলে প্রতি মাসে ব্যাংক একাউন্টে ঢুকবে ১,০০০ টাকা করে। আর নতুন দুটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হচ্ছে বয়স্ক ভাতা। যেখানে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কিছুটা। এখন ৬০ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করলে প্রতি মাসে ব্যাংক একাউন্টে ১ হাজার টাকা করে পাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sarkari scheme

এবং রাজ্যে অন্য যে নতুন প্রকল্পটি চালু হয়েছে তার নাম হচ্ছে শ্রমিক রেজিস্ট্রেশন। এই শ্রমিক রেজিস্ট্রেশনের মাধ্যমে রাজ্যের শ্রমিক বন্ধুদের জন্য ভবিষ্যতে নতুন কিছু প্রকল্প চালু করার ভাবনা রয়েছে রাজ্য সরকারের।

আপনার জন্য
WhatsApp Logo