Friday, December 13, 2024

কেন্দ্রের এই সংস্থায় নিয়োগ ১৭৬৪ জন কর্মী! মাসিক বেতন ৪০ হাজার, এখুনি করুন আবেদন

কোল ইন্ডিয়া লিমিটেডে তথা CIL এ বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে CIL ১৬ টি শূন্যপদে প্রায় ১৭৬৪ জন কর্মী নিয়োগ করবে। কোন পদে কতো কর্মী নিয়োগ হবে চলুন জেনে নিই বিস্তারিত।

CIL এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, তারা ELECTRICAL & MECHANICAL, ELECTRONICS & TELECOMMUNICATION, ENVIRONMENT, EXCAVATION, FINANCE, HINDI, LEGAL, MARKETING & SALES, PERSONNEL, PUBLIC RELATIONS, SECRETARIAL, SECURITY, SYSTEM, CIVIL, এবং COMPANY SECRETARY পদে কর্মী নিয়োগ করবে। এখানে ১৬টি পদ উল্লেখ করা হলো। তবে কোন কোন পদে কোত জন করে কর্মী নিয়োগ হবে তা এখানে বলা সম্ভব নয়, নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

Job

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

CIL এর এই ১৬ টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতায়ও চাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন। কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা তাও নিচে দেয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে প্রার্থীদের। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, আগ্রহী চাকরিপ্রার্থীদের ৯ সেপ্টেম্বরের মধ্যে coalindia.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে। আবেদনকারীর চাইলে কোন ঝামেলা এড়াতে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারবেন। জানিয়ে রাখি যে, যোগ্য চাকরিপ্রার্থীদের কোন লিখিত পরিক্ষা ছাড়াই 200 নম্বরের কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে নির্বাচিত করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo