Wednesday, September 18, 2024

মাসিক ১৮ হাজার টাকা বেতন, উচ্চমাধ্যমিক পাশে Axis Bank এ চাকরি, জানুন আবেদন‌ পদ্ধতি

সকল চাকরিপ্রার্থীদের জন্য আরো একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। এবার বন্ধন ব্যাংকের পর দেশের অন্যতম একটি জনপ্রিয় ব্যাংক তথা Axis Bank এ রয়েছে চাকরির দুর্দান্ত সুযোগ। তাই যারা ব্যাংকে চাকরি করতে চান কিংবা সরকারি চাকরি না পেয়ে বেসরকারি ভালো বেতনের কোন চাকরি খুঁজছেন তাদের জন্য আমাদের এই প্রতিবেদনটি।

যে পদে কর্মী নিয়োগ হবেঃ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে Axis Bank মোট ৩ পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সেই পদ গুলো হলো CUSTOMER SERVICE OFFICER, OFFICE EXECUTIVE, এবং CASA OFFICER।‌‌

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

শিক্ষাগত যোগ্যতাঃ উল্লেখিত এই পদ গুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ। সেই সাথে কম্পিউটারের বেসিক নলেজ। উচ্চমাধ্যমিক পাশ হলেই নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন Axis Bank এর এই ৩টি পদের জন্য। তবে যারা একটু উচ্চ শিক্ষিত চাকরিপ্রার্থী আছেন অর্থাৎ গ্রাজুয়েশন পাশ তাঁরাও এতে আবেদন করতে পারবেন।

 

 

বেতনঃ যে কোন চাকরির ক্ষেত্রে বেতন খুবই গুরুত্বপূর্ণ। Axis Bank- এর এই ৩টি পদে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন হবে ১৮,৫০০ থেকে ২৫, ৫০০ টাকা।

Axis Bank Job recruitment

বয়সসীমা এবং আবেদন পদ্ধতিঃ যে সকল চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তাঁরাই আবেদন করার যোগ্য। আগ্রহী চাকরিপ্রার্থীদের NCS.GOV.IN এই ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। এটি একটি কেন্দ্রীয় সরকারের জব ক্যারিয়ার ওয়েবসাইট। এর জন্য প্রথমে নিজেকেNCS.GOV.IN ওয়েবসাইটে নিবদ্ধ করে নিতে হবে। এরপর Axis Bank চাকরির জন্য উক্ত ফর্মটি পূরণ করে দিতে হবে। তবে ফর্ম পুরন করতে গিয়ে কোন সমস্যা হলে HR এর ফোন নম্বর যথাক্রমে 7980035763 অথবা Carrerbanking980@gmail.com এই ঠিকানায় মেল করতে পারেন। এছাড়াও 7980035763 এই WhatsApp নম্বরে নিজের CV পাঠাতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo