প্যান-আধার এখনো link করাননি? সরকারের তরফ থেকে উঠে এল এই বড় তথ্য! জানলে অবাক হবেন

আধার-প্যান লিঙ্কের সময়সীমা পেড়িয়ে গিয়েছে বহু কাল আগে। কিন্তু কিছু মানুষ করবো করবো বলে এখনও নিজেদের আধার-প্যান কার্ড লিঙ্ক করাননি। ফলে বাতিল হয়ে গিয়েছে বহু মানুষের প্যান কার্ড। ভারতীয় আয়কর দপ্তরের (income tax department) থেকে এই বিষয়ে কোন প্রকার কোন ছাড় দেয়া হয়নি যে ৩০ জুনের আগে আধার-প্যান লিঙ্ক না করালে প্যান কার্ড বাতিল করা হবে না।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আধার-প্যান কার্ড লিঙ্ক নিয়ে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর। দেশের কোটি কোটি মানুষ এখনো তাদের আধার- প্যান কার্ড লিঙ্ক করাননি। তাই আয়কর দপ্তর থেকে এই বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী যাদের প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তারা চাইলে এখনো নিজেদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে পারবেন। এজন্য আধার-প্যান কার্ড লিঙ্ক সম্পর্কিত পোর্টাল এখনো চালু আছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Addhar pan link

জানা গেছে যে, ১,০০০ টাকা ফাইন দিয়েই লিঙ্ক করাতে হবে আধার-প্যান কার্ড। এই বিষয়ে এখনো কোন ছাড় দেয়া দেয়নি সরকারের তরফ থেকে। সরকার নিজেদের সিদ্ধান্তে এখনও অটল। এখন দেখার বিষয় সরকারের কঠোর এই সিদ্ধান্ত কতোদিন পর্যন্ত বহাল থাকে। আর তা হলে ১,০০০ টাকা ফাইন দিয়েই নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্যান কার্ড পুনরায় চালু করতে হবে সকলকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment