Wednesday, September 18, 2024

অষ্টম শ্রেণী পাশেই মিলবে চাকরি! গ্ৰুপ ডি পদে নিয়োগ প্রচুর সংখ্যক কর্মী, এভাবে জানান আবেদন

পশ্চিমবঙ্গের বিভিন্ন রামকৃষ্ণ মিশন স্কুলে গ্ৰুপ-ডি পদে চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই নারী-পুরুষ উভয়েই করতে পারবেন আবেদন। সেই সঙ্গে যারা একেবারে কম শিক্ষাগত যোগ্যতায় কোন সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। কারণ গ্ৰুপ-ডি পদে রামকৃষ্ণ মিশন স্কুলের পিয়ন পদের জন্য একেবারে চাওয়া হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আরো বিশদে জানতে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

যে পদে কর্মী নিয়োগ হবেঃ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে Grup-D এর পিয়ন পদে নিয়োগ হবে প্রচুর সংখ্যক কর্মী। নারী-পুরুষ উভয়েই এই পদের জন্য আবেদন করার যোগ্য।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেতনঃ এখানে মাসিক বেতন দেয়া হবে ১৯,০০০ টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে কম শিক্ষাগত যোগ্যতা এটি একটি ভালো বেতনের চাকরি।

শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী ৮ম শ্রেণী পাস হলেই করতে পারবেন আবেদন তবে যারা মাধ্যমিক পাশ আছেন তারাও এতে আবেদন করতে পারবেন। এবং আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫ বছরের বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এর জন্য আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর নিচে দেয়া ঠিকানায় ২২ আগষ্টের মধ্যে করতে হবে আবেদন। আবেদন করার পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য চাকরিপ্রার্থীদের। এবং এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত কিছু জানার থাকলে তা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

Job

 

এই ঠিকানায় পাঠান আবেদনপত্রঃ 

Ramakrishna Mission Boys’ Home High School (H.S), Rahara, P.O. + P.S – Rahara, S.D – Barrackpore, Dist.- North 24 Parganas, Kolkata – 700118, Phone No. (033) 2523-6969, Email- rkmhighschoolrahara@gmail.com

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

ফর্ম ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo