Saturday, July 27, 2024

শুধুমাত্র মাধ্যমিক পাশ, পরিক্ষা ছাড়াই রাজ্যের এই সেক্টরে ভালো বেতনের চাকরির সুযোগ! রইলো আবেদন পদ্ধতি

ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটের আওতায় সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তিন ধরনের পদে চাকরি খালি রয়েছে। মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে,কোন পদের মাসিক বেতন কেমন হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং কি করে আবেদন করতে হবে- এই সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।।

প্রথম যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো কুক (Cook)। কুক পদে চাকরি করতে চাইলে আপনার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ছাড়া যদি আপনার এই কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে,তাহলে আপনি বিশেষ অগ্রাধিকার পাবেন। কুক পদে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হবে ৪০ বছর। কুক পদে চাকরি পেয়ে গেলে আপনার মাসিক বেতন হবে ১২,০০০ টাকা।

দ্বিতীয় যে পদে চাকরি খালি রয়েছে তা হল হাউস মাদার পদ (House mother) অন্যান্য পদের থেকে হাউস মাদার পদের মাসিক বেতন অনেকটাই ভালো রয়েছে। হাউস মাদার পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ১৪,৫৫৬ টাকা। তবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে এই কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। এছাড়াও যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন,তাদের বয়স অবশ্যই সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Exam

আরো পড়ুনইন্ডিয়া ব্যাংকে মোটা বেতনের চাকরির সুযোগ, জেনে নিন আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ

তৃতীয় নম্বরে যে পদের চাকরি খালি রয়েছে তা হল হেলপার কাম নাইট ওয়াচম্যান। (Helper come night watching) নাইট ওয়াচম্যান পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম স্কুলগত শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। অথবা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করা থাকতে হবে। যদি এই কাজের আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। নাইট ওয়াচম্যান পদের মাসিক বেতনও মোটামুটি রয়েছে। যদি আপনি এই পদে চাকরি পান তখন আপনার মাসিক বেতন হবে ১২,০০০ টাকা। তবে আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ এবং সর্বোচ্চ হতে হবে ৪০ বছর।

আবেদন পদ্ধতিঃ আপনি যেই পদের জন্য আবেদন যোগ্য, সেই পদের জন্য আবেদন করতে হলে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য যে আবেদনপত্র প্রয়োজন, সেটা আপনি আমাদের Whatsapp Group-এ পেয়ে যাবেন। আবেদনপত্র পূরণ করার নিয়ম, আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফিশিয়াল বিজ্ঞপ্তির দ্বিতীয় পেজে পেয়ে যাবেন। তাই আবেদন করতে যাতে কোনো ভুল আ হয়, তাই আবেদন করার পূর্বে অফিশিয়াল বিজ্ঞপ্তির অবশ্যই ভালো করে পড়ে নেবেন।

আপনার জন্য
WhatsApp Logo