ইন্ডিয়া ব্যাংকে মোটা বেতনের চাকরির সুযোগ, জেনে নিন আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ

ইন্ডিয়া ব্যাংকে মোটা বেতনের চাকরির সুযোগ। আবেদন চলবে ১৪ আগস্ট ২০২৩ পর্যন্ত। তাই যারা ব্যাংকিং সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান তাদের জন্য উপযুক্ত সময় এটি। জেনে নিন ইন্ডিয়া ব্যাংকের কোন পদে কর্ম খালি এবং আবেদনের পদ্ধতি ও সহ আরোও অন্যান্য বিষয়ে বিস্তারিত।

যে পদে কর্মী নিয়োগ হবেঃ কোন পদে কর্মী নিয়োগ হবে তা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে খুব সহজেই দেখে নিতে পারেন। তবে জানিয়ে রাখি যে, ইন্ডিয়া ব্যাংক মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে। যার বেতন হবে কেন্দ্রীয় সরকারের মেট্রিক পে লেবেল অনুযায়ী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতাঃ ইন্ডিয়া ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের স্নাতক পাস হতে হবে। Certified associate of Indian institute of Banks থেকে সার্টিফিকেট প্রাপ্ত স্নাতক পাস করা চাকরিপ্রার্থীরাই এতে আবেদন করতে পারবেন। সাথে থাকতে হবে পূর্বের কাজের অভিজ্ঞতা।

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬৮ বছর হলেই আবেদন করা যাবে।

India Bank

আরো পড়ুন   মাধ্যমিক পাশে ভারতীয় রেলে নিয়োগ ৪৯ হাজার জন কর্মী

আবেদনের পদ্ধতিঃ আবেদন পদ্ধতি হবে সম্পুর্ণ অফলাইনে। এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহ পোষ্ট অফিসের মাধ্যমে ইন্ডিয়া ব্যাংকে ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। এবং আবেদন কারার জন্য প্রত্যেকের কাছ থেকে ১,০০০ টাকা আবেদন মূল্য নেওয়া হবে। যেহেতু আবেদন পদ্ধতি অফলাইনে হবে তাই আবেদন মূল্যও পাঠাতে হবে অফলাইনে। এর জন্য নিচে দেয়া সংস্থার ব্যাংক একাউন্টে পাঠাতে হবে টাকা।

আবেদন মূল্য জমা দেয়ার ঠিকানাঃ Account Name: Specialists for Non Resident Business Vertical 2023 Account No: 7562818787 Bank & Branch Indian Bank, Royapettah Account Type: Current Account IFSC Code: IDIB000R021

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ General Manager (HRM), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment