Wednesday, September 18, 2024

মাধ্যমিক পাশে কেন্দ্রের এই বিভাগ পদে নিয়োগ প্রচুর সংখ্যক কর্মী, জেনে নিন আবেদন পদ্ধতি

কম শিক্ষাগত যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাশে কেন্দ্রের মালাঞ্জখন্ড কপার প্রজেক্ট, হিন্দুস্তান কপার লিমিটেডের তরফ থেকে ট্রেড অ্যাপ্রেন্টিসে হিসেবে নিয়োগ করা হচ্ছে প্রচুর সংখ্যক কর্মী। যেই পদ গুলো হচ্ছে, Mate (Mines), Blaster (Mines), Diesel Mechanic, Fitter, Welder (Gas & Electric), Electrician, Draughtsman (Civil), Computer Operator & Programming Assistant, Surveyor, AC & Refrigeration Machine, এবং Carpenter সহ আরোও ৩ পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। যা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

বয়সসীমাঃ বয়সী সর্বোচ্চ ২৫ বছর হলেই ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে কেন্দ্রের এই ট্রেড অ্যাপ্রেন্টিসের মোট ১৭টি পদের জন্য। ট্রেড অ্যাপ্রেন্টিসের মোট ১৭টি পদে চুক্তিভিত্তিক হিসেবে কর্মী নিয়োগ করা হবে। এবং কোন পদে কতজন করে কর্মী নিয়োগ হবে যা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ কেন্দ্রের ট্রেড অ্যাপ্রেন্টিসের ১৭টি পদে চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ এবং মাধ্যমিক পাশের সাথে ITI পাশ করা থাকতে হবে। তাহলে আবেদন করা যাবে। এবং মাধ্যমিকের নাম্বার এবং ITI তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

বেতনঃ কেন্দ্রের ট্রেড অ্যাপ্রেন্টিসের ১৭টি পদের বেতন মাসিক বেতন চাকরিতে নিযুক্ত প্রার্থীদের বৃত্তির মাধ্যমে প্রদান করা হবে।

employment

আবেদনের পদ্ধতি এবং শেষ তারিখঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের ৫ আগস্টের মধ্যে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট তথিapprenticeship.gov.in গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীরা চাইলে তাদের নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারবেন। সাইবার ক্যাফেতে গিয়ে কিছু টাকা চার্জ হিসেবে দিয়ে কোন ঝামেলা ছাড়াই খুব সহজেই আবেদন করতে পারবেন তাঁর। জানিয়ে রাখি যে, কেন্দ্রের ট্রেড অ্যাপ্রেন্টিসের মোট ১৭টি পদে প্রচুর কর্মী নিয়োগ হবে। সেই সাথে এই ১৭টি পদের জন্য চুক্তিভিত্তিক সময়সীমা বিভিন্ন ভিন্ন রয়েছে। যা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক নিচে দেয়া হল।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo