যারা কম শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্য আমাদের এই বিশেষ প্রতিবেদন। সম্প্রতি কলকাতা হাইকোর্টের গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে কর্মী। যার বেতন হচ্ছে মাসিক ৩২,০০০ টাকা। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ থাকলেই আবেদন করা যাবে কলকাতা হাইকোর্টের গ্ৰুপ সি পদের জন্য। তাহলে চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিন কলকাতা হাইকোর্টের গ্রুপ সি পদের ব্যাপারে।
পদের নামঃ কলকাতা হাইকোর্টের গ্রুপ সি পদ। এর মধ্যে আবার ২ ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। প্রথম হচ্ছে স্টেনোগ্রাফার এবং দ্বিতীয় হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই দুই পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ এবং সাথে কম্পিউটারের বেসিক নলেজ সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে এখানে।
বয়সসীমাঃ শিক্ষাগত যোগ্যতা আলোচনা করা হলো। এবার দেখা নেয়া যাক বয়সসীমা। বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই কলকাতা হাইকোর্টের গ্রুপ সি পদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ছাড় আছে।
বেতনঃ যে কোন চাকরীতেই বেতন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে চাকরিতে নিযুক্ত গ্রুপ সি প্রার্থীদের বেতন হতে যাচ্ছে মাসিক ৩২,০০০ টাকা। অর্থাৎ কম শিক্ষাগত যোগ্যতায় এটি একটি ভালো বেতনের চাকরি।
আবেদনের পদ্ধতি এবং শেষ তারিখঃ আগ্রহ চাকরিপ্রার্থীদের ৩ আগস্টের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীরা চাইলে ঝামেলায় এড়াতে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারে।
নিয়োগ পদ্ধতিঃ ইন্টারভিউ, চাকরিপ্রার্থীদের প্রাথমিক স্কিল, কম্পিউটারের বেসিক টেস্ট এবং আরো কিছু পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে চাকরিতে। জানিয়ে রাখি যে, কলকাতা হাইকোর্টের গ্রুপ সি পদের জন্য আবেদন শেষ তারিখ হচ্ছে ৩ আগষ্ট। আগ্রহী চাকরিপ্রার্থীদের andaman.gov.in এই ওয়েবসাইট গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।