Wednesday, September 18, 2024

মোটা বেতন, রয়েছে প্রচুর শূন্যপদ! SBI তে রয়েছে চাকরির সুযোগ, এভাবে করুন আবেদন

দেশের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অসংখ্য শূন্যপদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করতে চান এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে SBI তাদের এফএলসি কাউন্সেলর এবং এফএলসি ডিরেক্টর পদের জন্য কর্মী নিয়োগ করছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা SBI এর অফিসিয়াল ওয়েবসাইটSBI.co.in গিয়ে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, SBI এর এফএলসি কাউন্সেলর এবং এফএলসি ডিরেক্টর পদের জন্য আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৬ জুলাই ২০২৩। অর্থাৎ আজকের মধ্যেই SBI এর এই দুটি পদের জন্য আবেদন করতে হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, SBI এর এফএলসি কাউন্সেলর এবং এফএলসি ডিরেক্টর পদের জন্য শূন্যপদ প্রকাশ করা হয়েছে ১৯৪টি। যেখানে ড্রাইভের মাধ্যমে SBI এর মোট ১৯৪ টি পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। জানা গেছে যে, SBI এর এফএলসি কাউন্সেলর পদের জন্য শূন্যপদ রয়েছে ১৮২টি অন্যদিকে এফএলসি ডিরেক্টর পদের জন্য শূন্যপদ রয়েছে ১২টি। বয়সসীমা ৬০ থেকে ৬৩ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে SBI এর এই দুটি পদের জন্য।

SBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদনের পদ্ধতিঃ SBI এর এই দুটি পদে আবেদন করার জন্য প্রথমেsbi.co.in/web/careers এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর Home page থেকে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর আবেদনের ফর্মটি যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে তা জামা দিতে হবে। এবং সবশেষে একটি প্রিন্টআউট বের করে রেখে দিতে হবে নিজের কাছে। জানিয়ে রাখি যে, SBI এফএলসি কাউন্সেলর এবং এফএলসি ডিরেক্টর পদের বেতন হচ্ছে ৩৫ থেকে ৬০ হাজার টাকা।

আপনার জন্য
WhatsApp Logo