Saturday, July 27, 2024

রাতারাতি বদলে গেল ব্যাংকে টাকা রাখার নিয়ম! RBI বেঁধে দিল নতুন নিয়ম, সমস্যায় বহু মানুষ

আমাদের মধ্যে প্রত্যেকেরই কোন না কোন ব্যাংকে একাউন্ট (bank account) রয়েছে। সাধারণত ব্যাংক একাউন্ট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সেভিংস একাউন্ট (Savings account)। অন্যান্য একাউন্ট গুলোর থেকে মানুষ সাধারণত সেভিংস ব্যাংক একাউন্ট গুলোই খুলতে বেশি পছন্দ করেন। কারণ সেভিংস একাউন্ট থেকে যখন খুশি তখন টাকা তুলে নেওয়া যায়। বিপদে আপদে কাজে লাগে টাকা। কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI এই সেভিংস একাউন্টেতেই বদলে ফেললো টাকা রাখার নিয়ম, এর ফলে সমস্যার মধ্যে পড়েছেন বহু গ্রাহক।

খবর অনুযায়ী, RBI বদলে ফেললো সেভিংস ব্যাংক একাউন্টে সর্বোচ্চ টাকা রাখার নিয়ম। আগে যেমন একজন মানুষ সেভিংস ব্যাংকে সর্বোচ্চ যতো টাকা রাখতে পারতেন সেই নিয়মই বদলে ফেললো RBI। ফলে সেভিংস ব্যাংক একাউন্টধারীরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নতুন নিয়মে RBI জানায় যে এখন থেকে একজন মানুষ সেভিংস ব্যাংকে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকার বেশি জমা রাখতে পারবেন না। তবে একজন গ্রাহক চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, মানি মার্কেট অ্যাকাউন্ট, বিনিয়োগ তহবিলের জন্য ‘কল ডিপোজিট’ অ্যাকাউন্ট এবং প্রিপেড ডেবিট কার্ড অ্যাকাউন্ট এই সব একাউন্ট মিলিয়ে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা রাখার নতুন নিয়ম বেঁধে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।

Doorstep Banking Services

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই RBI সমস্ত ব্যাংক গুলোকে নির্দেশ দিয়েছে যে, নতুন নিয়ম জারি করার পর কোন গ্রাহকের ব্যাংক একাউন্টে যদি ন্যূনতম ব্যালেন্স কিংবা মিনিমাম ব্যালেন্স না (minimum balance) থাকে এবার থেকে ব্যাংক সেই গ্রাহককে জরিমানা করতে পারবে না। অর্থাৎ সেভিংস ব্যাংক একাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকলেও ব্যাংক আর টাকা কাটতে পারবে না। তবে এতে যেমন সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে তেমনি সেভিংস ব্যাংক একাউন্টে সর্বোচ্চ টাকা রাখার নতুন নিয়ম বেঁধে দেয়াতে অখুশি বহু মানুষ।

আপনার জন্য
WhatsApp Logo