Friday, September 13, 2024

LIC’র সাথে ৪ ঘন্টা কাজ করে মাসে করুন ৪০ হাজার টাকা আয়, দারুন সু্যোগ দিচ্ছে কম্পানি

ভারতের সবচেয়ে বড় বিমা সংস্থার নাম হচ্ছে LIC। LIC ভারতের সবচেয়ে বড় বিমা সংস্থা হাওয়ার দরুন LIC তে মোটামুটি সবারই কোন না কোন পলিসি কেনা আছে। আর এই LIC-ই নিয়ে এসেছে এবারে কাজের সুযোগ। মাত্র ৪ ঘন্টা কাজ করে মাসে ৪০ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে LIC। চলুন জেনে নিই বিস্তারিত।

শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলেই LIC তে রয়েছে কাজের সুযোগ। দিনে মাত্র ৪ ঘন্টা কাজ করে মাসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা আয়ের দুর্দান্ত সু্যোগ দিচ্ছে LIC। চাইলে LIC’র বিমা এজেন্ট হিসেবে যোগ দিয়ে মাসে ৪০-৫০ হাজার টাকা উপার্জন করতে পারবেন যে কেউই। তবে এর জন্য অবশ্যই ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ থাকা চাই। চাইলে LIC’র পলিসি এজেন্ট (policy agent) হিসেবে যোগ দিয়ে পার্ট টাইম ইনকাম করার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। LIC’র পলিসি বিক্রি করে যা আয় হবে তার ২৫ শতাংশ পাবেন আপনি। এছাড়াও LIC’র পলিসি হোল্ডাররা যতবার কিস্তি জমা করবেন ঠিক ততবারই কমিশন পাবেন এজেন্টরা। তাই আপনি যদি একজন LIC এজেন্ট হতে চান জানুন কিভাবে আবেদন করবেন।

Life is young policy

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIC তে কাজ করার নির্দিষ্ট কোন সময় নেই। আপনার কাজের মালিক আপনি নিজেই, দিনে যত ঘন্টা কাজ করবেন আয় ততো বেশি হবে। একজন LIC এজেন্ট হওয়ার জন্য আপনাকে আপনার নিকটবর্তী শহরের LIC শাখাতে যেতে হবে। এরপর এজেন্ট হয়ার জন্য আবেদন করতে হবে। শুধুমাত্র ১৮ বছরের উর্ধ্বে ব্যক্তিরাই LIC এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রয়োজন পড়বে ৬টি পাসপোর্ট সাইজ ছবি, মাধ্যমিক পাশের মার্কশিটের ফটোকপি ,ঠিকানার প্রমাণপত্র, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ডের কপি।

আপনার জন্য
WhatsApp Logo