গরীব দুঃস্থ কিন্তু মেধাবী এমন ছেলে-মেয়েদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওয়েসিস, ঐক্যশ্রী ও কন্যাশ্রী আরও বিভিন্ন ধরনের প্রকল্প এবং স্কলারশিপ চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেই প্রকল্প কিংবা স্কলারশিপের মাধ্যমে রাজ্যের গরীব দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের বিপুল পরিমাণে টাকা দেয়া হয়ে থাকে তাদের উচ্চশিক্ষার জন্য। তবে এবারে শোনা যাচ্ছে যে এক নতুন ধরনের স্কলারশিপ চালু করা হয়েছে রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য। যেই স্কলারশিপে আবেদন করলেই মিলবে টাকা।
পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার ক্যাম্পে চালু হলো নয়া স্কলারশিপ। যার নাম হচ্ছে মেধাশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের টাকা পেতে চাইলে আগ্রহী ছাত্র-ছাত্রীদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে মেধাশ্রী স্কলারশিপের ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর ফর্ম পূরণ করে তা দুয়ারে সরকার ক্যাম্পেই জমা করতে হবে। এরপর উদ্বোধন কর্মকর্তা দ্বারা ফর্ম ভেরিফিকেশনের পর একজন ছাত্র-ছাত্রী তার পড়াশোনা খরচ বাবদ ব্যাংক একাউন্টে বার্ষিক ৮০০ টাকা থেকে ২ লক্ষ টাকার বৃত্তির পেয়ে থাকে। এছাড়াও কোন ছাত্র-ছাত্রী চাইলে সোজা দুয়ারে সরকার ক্যাম্প থেকে মেধাশ্রী স্কলারশিপের ফর্ম সংগ্রহ করে তা পুরণ করে নিজ নিজ স্কুলে জমা দিলেও এই স্কলারশিপের টাকা পাবে।
কারা কারা মেধাশ্রী স্কলারশিপ পাবার যোগ্য?
কেবলমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারাই এই মেধাশ্রী স্কলারশিপের বৃত্তির টাকা পেয়ে থাকে। মেধাশ্রী স্কলারশিপের টাকা পেতে গেলে পড়ুয়ার মা-বাবাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মেধাশ্রী স্কলারশিপের টাকা কেবলমাত্র OBC সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরাই পেয়ে থাকেন। সেই সাথে যেসব পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম কেবলমাত্র তাদের সন্তানরা এই স্কলারশিপের টাকা পান। এছাড়াও অন্য কোন স্কলারশিপের জন্য এর আগে আবেদন করা থাকলে এই স্কলারশিপের টাকা পাওয়া যাবে না।
জানিয়ে রাখি যে, মেধাশ্রী স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের নিজ স্কুলের সাথে যোগাযোগ করতে হবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা স্কুল থেকেই জানিয়ে দেয়া হবে।