গরীব দুঃস্থ কিন্তু মেধাবী এমন ছেলে-মেয়েদের পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে তাদের প্রচুর টাকা স্কলারশিপ দিয়ে থাকে বিভিন্ন সংস্থা। যার মধ্যে রয়েছে কিছু সরকারি সংস্থা, আবার কিছু রয়েছে ব্যক্তিগত সংস্থাও (private company)। আজ তেমনি একটি স্কলারশিপের ব্যাপারে বলবো আপনাদের, যেই সংস্থা ১ নয় ২ নয় বরং পড়ুয়াদের দিচ্ছে ৫০ হাজার টাকার স্কলারশিপ। চলুন জেনে নিই বিস্তারিত।
কেন্দ্রের একটি সংস্থা রয়েছে যার নাম হচ্ছে MHRD এটি কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। আর এই সংস্থাই পড়ুয়াদের দিচ্ছে ৫০ হাজার টাকার স্কলারশিপ। জানা গেছে যে, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করা মেধাবী ছাত্র-ছাত্রীদের বার্ষিক ৫০ হাজার টাকার স্কলারশিপ দিচ্ছে এই MHRD নামক সংস্থাটি। তাই কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন চলুন জেনে নিই বিস্তারিত।
আবেদনের পদ্ধতিঃ MHRD স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটEducation.gov.in/scholarship (সরাসরি) যেতে হবে। এরপর আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। আবেদনের সময় প্রয়োজন হবে আধার কার্ড, ১০+২ পাশের সার্টিফিকেট (certificate) এবং মার্কশিট, পাসপোর্ট সাইজের ছবি, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট, ব্যাংক একাউন্টের (Bank account) তথ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রিসিভ কপি। জানিয়ে রাখি যে, এই স্কলারশিপে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন যাদের কিনা মাধ্যমিকে ৬০ শতাংশ কিংবা তাঁরাও উপরে নম্বর রয়েছে। একই সাথে যারা national medical council বা All India council for technical education দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তাঁরাই এই স্কলারশিপের টাকা পাবেন। সাথে পরিবারের বার্ষিক আয় তাদের হতে হবে ৬ লক্ষ টাকার কম।