Saturday, July 27, 2024

বিয়ে করলেই সরকার দিচ্ছে নগদ ২ লক্ষ টাকা, সরাসরি টাকা ঢুকবে ব্যাংকে, এভাবে করুন আবেদন

বিয়ে হচ্ছে একটি সামাজিক প্রথা। তাই মানুষ হয়ে জন্মালে বিয়ে একদিন না একদিন করতেই হবে সকলকে। তবে কেমন হবে যদি বিয়ে করার জন্য টাকা পাওয়া যায়? ‘হ্যা’ ঠিকই শুনেছেন বিয়ে করার জন্য সরকার দিচ্ছে নগদ ২ লক্ষ টাকা। শুনতে অদ্ভুত এবং বিস্ময়কর মনে হলেও এটাই স্যতি। সরকার স্যতি স্যতি যারা বিয়ে করেছেন কিংবা যারা ইতিমধ্যেই বিয়ে করবেন বলে ভাবছেন তাদের ২ লক্ষ টাকা নগদ দেয়া হচ্ছে। তাই কিভাবে এই টাকার জন্য আবেদন করবেন চলুন যেনে নেই।

কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার নাম হচ্ছে Married couple scheme। এই স্কিমের মাধ্যমেই যারা সম্প্রতি বিয়ে করেছেন কিংবা বিয়ে করতে যাচ্ছেন তাদের নগদ ২ লক্ষ টাকা দেয়া হচ্ছে। তবে এই টাকা পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আপনাকে। আর তাহলেই মিলবে নগদ ২ লক্ষ টাকা। চলুন যেনে নিন সেই শর্ত গুলো কি কি।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেবলমাত্র যারা সাধারণ শ্রেণীর পুরুষ আছেন তারা যদি দলিত সম্প্রদায়ের কোনো মেয়েকে বিয়ে করেন তারাই এই Married couple scheme- এর সুবিধা নিতে পারবেন। এবং পেয়ে যাবেন নগদ ২ লক্ষ টাকা। এছাড়াও এই প্রকল্পে ছেলে এবং মেয়ে একই বর্ণের (caste) হলে তাদেরকে টাকা দেয়া হবে না। পাশাপাশি যারা দুটি বিয়ে করেছেন তাঁরাও Married couple scheme থেকে বঞ্চিত হবেন। কেবলমাত্র যারা নতুন বিষে করার বিষয়ে ভাবছেন এবং তাঁরা যদি কোন দলিত সম্প্রদায়ের নারীকে বিয়ে করেন তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। জানিয়ে রাখি যে, Married couple scheme- এর টাকা পাওয়ার জন্য আপনাকে কোন রকম কোন অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে না। কেবলমাত্র স্থানীয় এমএলএ (MLA) বা এমপির (MP) কাছ থেকে একটি আবেদন ফর্ম (Application form) নিয়ে তা পূরণ করে বিডিও অফিসে গিয়ে জমা দিলেই কাজ হয়ে যাবে।

আপনার জন্য
WhatsApp Logo