রাজ্যে তথা রাজ্যের মানুষের জন্য নানান প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ করে মহিলাদের জন্য বহু প্রকল্প চালু করেছেন তিনি। যাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের নাম হচ্ছে মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার, স্কুলের মেয়েদের জন্য কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্প চালু করেছেন মমতা। জানা গেছে যে এবারে রাজ্যের মহিলাদের জন্য নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। যেখানে ৫০০ কিংবা ১,০০০ টাকা নয় নতুন এই প্রকল্পে রাজ্যের মহিলারা পাবে পুরো ৫,০০০ টাকা। কি সেই প্রকল্প চলুন যেনে নেই।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তুলতে জাগো (Jago scheme) নামের একটি প্রকল্প চালু করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। যেখানে নাম তুললে এই রাজ্যের মহিলারা পাবে ৫,০০০ টাকা করে। সবথেকে বড় কথা হচ্ছে জাগো প্রকল্পের জন্য একটি ফোন নম্বর জারি করা হয়েছে রাজ্যের তরফ থেকে, যেই নম্বরে ফোন করে জাগো প্রকল্পের সমন্ধে পাওয়া যাবে যাবতীয় সমস্যার সমাধান। চলুন জেনে নিই কিভাবে আবেদন করবেন জাগো প্রকল্পের জন্য।
এভাবে করুন জাগো প্রকল্পের জন্য আবেদনঃ জাগো প্রকল্পের জন্য আবেদন করার জন্য প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর নিজেকে নিবন্ধ করার মাধ্যমে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। এছাড়াও আবেদন সংক্রান্ত যে কোন সাহায্যের জন্য মিসড কল (missed call) করতে হবে 77730 03003 এই নম্বরে।
কারা আবেদন করতে পারবেন? শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠির যুক্ত মহিলাই এই জাগো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠির সঙ্গে যুক্ত থাকার বয়স হতে হবে ১ বছর, এছাড়াও স্বনির্ভর গোষ্ঠিতে যে ব্যাংক একাউন্ট রয়েছে তার বয়স হতে হবে কমপক্ষে ৬ মাসের বেশি তাহলেই এই জাগো প্রকল্পের জন্য একজন মহিলা আবেদনের জন্য যোগ্য।