জন্মদিন হোক কিংবা বিয়ের তারিখ পাল্টান নিজের মোবাইল নম্বর! দারুন সু্যোগ দিচ্ছে Jio

জিও (Jio) তাদের ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। এবার থেকে কারো জন্মতারিখ কিংবা বিয়ের তারিখ অনুযায়ী ইচ্ছে মতো পরিবর্তন করা যাবে নিজের মোবাইল নম্বর। জিও তাদের ব্যবহারকারীদের আরও উচ্চ পরিষেবা দেবার জন্য নতুন এই ফিচারটি চালু করা হয়েছে জিওর তরফ থেকে। যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী নিজের মোবাইল নম্বর পরিবর্তন করার সুযোগ পাবেন। তাই আপনি যদি নিজের মোবাইল নম্বরটি করো জন্মতারিখ, বিয়ের তারিখ কিংবা বিষয়ে দিন অনুযায়ী পরিবর্তন করতে চান যেনে নিন পদ্ধতি।

জিও চয়েস নম্বর (Choice Number) ফিচারটির মাধ্যমে গ্রাহকরা ৪ থেকে ৬টি সংখ্যা নির্বাচন করার স্বাধীনতা পাবেন। অর্থাৎ ১০ সংখ্যার মধ্যে যে কোন ৪টি অথবা ৬টি নম্বর বদল করা যাবে নিজের পছন্দ অনুযায়ী। আপনার কোন লাকি নম্বর, প্রিয়তমার জন্মদিন কিংবা যে কোন দিন যেটি আপনার জন্য খুবই স্পেশাল নির্বাচন করতে পারবেন নিজের ফোন নম্বরে। যদিও এর জন্য সামান্য কিছু টাকা পে (Pay) করতে হবে আপনাকে। সামান্য কিছু টাকা পে করার মাধ্যমে ঘরে বসেই নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন নিজের মোবাইল নাম্বার। চলুন যেনে নিন পদ্ধতি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio

এভাবে পরিবর্তন করুন নিজের মোবাইল নম্বরঃ

প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ধরণের গ্রাহকদের জন্যই এই বিশেষ পরিসেবা চালু করেছে জিও। ইচ্ছে অনুযায়ী নিজের মোবাইল নম্বরটি পরিবর্তন করার জন্য আপনাকেJio.com এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। কিংবা সরাসরিwww.jio.com/selfcare/choice-number/ এই লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করলেও হবে। এরপর জিও নম্বরটি দিয়ে login করে নিতে হবে পেজটিতে। একই ভাবে my Jio অ্যাপ থেকেও এ কাজটি করা যাবে। এর জন্য সার্চ বারে choice number অপশন কথাটি লিখে সার্চ করতে হবে। এরপর ৪ থেকে ৬ সংখ্যা নিজের পছন্দ অনুযায়ী মোবাইল নম্বর সেট করুন। এরপর payment অপশনে গিয়ে ৪৯৯ টাকা পে করে দিলেই ২৪ ঘন্টা পর আপনার নতুন মোবাইল নম্বরটি এক্টিভ (Active) হয়ে যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment