স্বামী বিবেকানন্দ বা উত্তরকন্যা নয়, পশ্চিমবঙ্গের (West Bengal) এই বিশেষ স্কলারশিপে (scholarship) পাওয়া যাবে ৪৮,০০০ টাকা। স্কুল-কলেজের টিউশন বা কোচিংয়ের টাকা সহ বই কেনার সমস্ত খরচও দেওয়া হবে এই স্কলারশিপে। স্কলারশিপে কিভাবে ৪৮ হাজার টাকা দেওয়া হবে, কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে পরীক্ষায় কত শতাংশ নম্বর পেলে আবেদন করা যাবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে- এই সমস্ত তথ্য জানবো আজকের এই প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গের খুব কম সংখ্যক ছাত্র-ছাত্রীরাই এমন রয়েছেন যারা এই বিশেষ স্কলারশিপ সম্পর্কে জানেন। ছাত্রছাত্রীরা এখন স্কলারশিপ বলতে শুধুমাত্র স্বামী বিবেকানন্দ এবং উত্তর কন্যা সম্পর্কেই জানেন। কিন্তু স্বামী বিবেকানন্দ বা উত্তর কন্যার থেকেও একটি আরও ভালো স্কলারশিপ রয়েছে। স্কলারশিপের নাম ‘জগদীশচন্দ্র বোস স্কলারশিপ। ছাত্র-ছাত্রীদের জন্য দুই ধরনের জগদীশচন্দ্র বসু স্কলারশিপ রয়েছে। একটা রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য এবং দ্বিতীয়টা রয়েছে কলেজ পড়ুয়াদের জন্য।
জগদীশচন্দ্র বোস জুনিয়র মেধাবৃত্তি রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল-পড়ুয়াদের জন্য। যারা মাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেয়েছে এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে,তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যারা আবেদন করবে তাদের প্রতি মাসে ১২৫০ টাকা হিসেবে এবং এককালীন বই কেনার জন্য ২,০০০ হাজার টাকা করে দেওয়া হবে। অপরদিকে রয়েছে জগদীশচন্দ্র বোস সিনিয়র মেধাবৃত্তি। যারা বিজ্ঞান নিয়ে স্নাতক কোর্সে ভর্তি হয়েছে বা অন্য কোনো স্পেশাল কোর্স ভর্তি হয়েছে, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপের ক্ষেত্রে প্রতি মাসে ৪,০০০ টাকা হিসেবে বার্ষিক ৪৮,০০০ হাজার টাকা দেওয়া হবে। এবং বইপত্র কেনার জন্য এককালীন ৫,০০০ টাকা দেওয়া হবে।
জগদীশ চন্দ্র বোস স্কলারশিপের (Jagdish Chandra Bose Scholarship) জন্যjbnsts.ac.in ওয়েবসাইট ভিজিট করে অনলাইন (online) আবেদন করতে হবে। মনে রাখবেন, যারা ২০২৩ সালে নতুন আবেদন করবেন,তাদের কিন্তু জুলাই মাসের ৩১ তারিখের মধ্যেই আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পর আপনাদের একটি সহজ পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি যেই ধরনের স্কলারশিপরর জন্য আবেদন করছেন, সেই অনুযায়ী আপনি টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেয়ে যাবেন।।