Saturday, December 2, 2023

বেতন ৫৬,০০০ টাকা, কলেজ পাশেই ভারতীয় সেনার অফিসার পদে চাকরির সুযোগ, রইলো আবেদন পদ্ধতি

ভারতীয় সেনাতে (Indian Army) চাকরি করার ইচ্ছে প্রত্যেক ভারতীয় যুবকের স্বপ্ন। তবে শুধু যুবকরা নন নারীরাও সৈনিক হিসেবে যোগ দিতে পারেন ভারতীয় সেনাতে। তাই তো ভারতীয় সেনা প্রতিবছরই প্রকাশ করে প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি। তাই তো এবারেও ভারতীয় সেনার তরফ থেকে সম্প্রতি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে বেতন মিলবে মাসে ৫৬,০০০ টাকা। চলুন জেনে নিই কোন পদে নিয়োগ করবে ভারতীয় সেনা।

যে পদে নিয়োগ হবেঃ শর্ট সার্ভিস কমিশন অফিসার পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি করেছে ভারতীয় আর্মি। যেখানে শূন্যপদ রয়েছে মোট ৫৫টি যার মধ্যে ৫টি পদ মহিলা এবং বাকি ৫৫টি পদ পুরুষ প্রার্থীদের জন্য। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে শর্ট সার্ভিস কমিশন অফিসার পদে জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাশ এবং Senior Division/Wg of NCC তে নূন্যতম ২/৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও চাকরিপ্রার্থীর NCC এর‘C’ সার্টিফিকেট অবশ্যই থাকা চাই।

Indian army

বয়সসীমা এবং নিয়োগ পদ্ধতিঃ ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন অফিসার পদে জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ১৯ থেকে ২৫ বছর। চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং মেডিকেল ফিটনেস (medical fitness) এবং মেডিকেল টেস্টের (medical test) মাধ্যমে চাকরিতে নিয়োগ দেয়া হবে। এবং ১৪ বছরের জন্য চাকরিতে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। এবার চলুন জেনে নেয়া যাক কিভাবে আবেদন করবেন ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন অফিসার পদের জন্য এবং আবেদন করার শেষ তারিখ।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখঃ ভারতীয় সেনার নিয়োগ ওয়েবসাইটেjoinindianarmy.nic.in এই গিয়ে প্রার্থীকে আবেদন করতে হবে। যদি আবেদন পদ্ধতি কারো যানা না থাকে তাহলে তাকে তার নিকটবর্তী সাইবার ক্যাফেতে যেতে বলা হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের চাকরি-বাকরি ফর্ম পূরণ করা হয়ে থাকে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন অফিসার পদের জন্য আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৩ আগষ্ট ২০২৩।

আপনার জন্য
WhatsApp Logo