Friday, September 13, 2024

রেশন কার্ড হোল্ডারদের জন্য সুখবর! এবার থেকে রেশন না নিলে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে টাকা

রেশন কার্ড (Ration card) হোল্ডারদের জন্য একটি খুশির খবর। এবার থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রেশন তোলার দিন শেষ। কারণ এবার থেকে রেশন না নিলে বদলে ব্যাংক অ্যাকাউন্টে (Bank account) ঢুকবে নগদ অর্থ। এমনি একটি দারুন পরিষেবা চালু হলো রেশন ব্যাবস্থায়। ফলে এবার থেকে লম্বা লাইনে না দাঁড়িয়ে রেশনের টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন গ্ৰাহকরা।

বিশেষ এই পরিষেবাটি চালু হয়েছে কর্নাটক রাজ্যে। নির্বাচনে জেতার পর রেশন ব্যাবস্থায় দারুন এই পরিষেবাটি চালু করা হয়েছে কংগ্রেস সরকারের তরফ থেকে। যেখানে রেশনের ৫ কেজি চালের ১৭০ টাকা সরাসরি রেশন কার্ড হোল্ডারদের ব্যাংক একাউন্টে পাঠানো হবে। ফলে ঐ টাকা তুলে রেশন কার্ড হোল্ডাররা নিজ পছন্দ মতো চাল কিনতে পারবেন কিংবা চাইলে সেই টাকা অন্য কাজেও ব্যাবহার করতে পারবেন তাঁরা। জানা গেছে যে, কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস সরকার তাদের জনগনকে প্রতিশ্রুতি দেয় যে, ভোটে জিতলে তাঁরা রেশনে ১০ কেজি করে বিনামূল্যে চাল দেবে, যার মধ্যে ৫ কেজি চাল দেবে কেন্দ্রীয় সরকার আর বাকি ৫ কেজি চালের টাকা রেশন কার্ড হোল্ডারদের ব্যাংক একাউন্টে পাঠানো হবে। আর ভোটে জিতে জনগনকে দেয়া প্রতিশ্রুতি মতো কাজ করছে কর্নাটকের কংগ্রেস সরকার। তবে ৫ কেজি চালের টাকা কেবলমাত্র তারাই পাবেন যারা কিনা দারিদ্র্য সীমার নিচের বসবাস করছেন এবং যাদের BPL রেশন কার্ড রয়েছে তারাই ব্যাংক একাউন্টে এই ৫ কেজি চালের ১৭০ টাকা করে পাবেন।

ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে টাকা পাওয়া যাবে না। হ্যা ঠিকই শুনেছেন। কর্নাটক সরকারের দেয়া ব্যাংক একাউন্টে ৫ কেজি চালের ১৭০ টাকা করে পাঠাবে, কিন্তু যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড (Aadhar Card) লিঙ্ক নেই এবং ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তারা ৫ কেজি চালের ১৭০ টাকা পাবেন না। এর জন্য ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration

রাজ্যের কর্নাটক সরকার জানিয়েছে যে, এই মুহূর্তে রাজ্যে ১.০৬ কোটি রেশন কার্ড হোল্ডার রয়েছে যার মধ্যে BPL রেশন কার্ড হোল্ডালদের সংখ্যা ৫ লক্ষ। তাই ৫ কেজি চাল ৩৪ টাকা দরের হিসাবে BPL রেশনকার্ডধারীদের ব্যাংক একাউন্টে সরাসরি ট্রান্সফার (transfer) করা হবে। তবে সবথেকে ভালো খবর হচ্ছে যে কর্নাটক রাজ্যের প্রায় ৯৯ শতাংশ রেশন কার্ড হোল্ডার তাদের রেশন কার্ড এবং ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে ফেলেছেন।

আপনার জন্য
WhatsApp Logo