Wednesday, September 18, 2024

বাড়ির পাশে খুলুন আধার কেন্দ্র, মাসে আয় ৫০ হাজার টাকা! দারুন অপরচুনিটি দিচ্ছে সরকার

আধার কার্ডের (Aadhar card) কাজ করে টাকা কামাতে চান, তাহলে UIDAI দেবে আপনাকে দেবে সেই সুযোগ। বাড়িতে বসে আধার কার্ড সংক্রান্ত কাজ করে আপনি প্রতিমাসে ভালো টাকা রোজগার করতে পারেন। আধার কার্ডে নামের বানান ঠিক করে, হাতের ছাপ পরিবর্তন এবং আধার কার্ডে সংক্রান্ত অন্যান্য কাজ করে আপনি খুব সহজেই প্রতিমাসে ভালো টাকা রোজগার করতে পারবেন। তবে এরজন্য আপনাকে কী করতে হবে? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

আধার কার্ড সংক্রান্ত কাজ করে টাকা রোজগার করতে চাইলে আপনাকে একটা ভালো জায়গায় আধার সেবা কেন্দ্র (Aadhar seva Kendra) খুলতে হবে। চেষ্টা করবেন এমন কোনো জায়গায় আধার সেবা কেন্দ্র খুলতে যার আশেপাশে কোনো বড়ো ব্যাঙ্ক (bank) বা এমন কোনো সরকারি বা বেসরকারি অফিস থাকবে, যেখানে প্রতিনিয়ত আধার কার্ডের প্রয়োজন হয়। এই ধরনের জায়গায় আধার কার্ড সংক্রান্ত কাজ বেশি থাকবে। আর আপনি যত বেশি কাজ পাবেন আপনার লাভ ততোই বেশি হবে।

তবে আপনি চাইলেই আধার সেবা কেন্দ্র খুলতে পারবেন না। আধার সেবা কেন্দ্র খোলার জন্য আপনাকে (UIDAI) এর অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার জন্য uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action- ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে নির্ভুল ভাবে আবেদন জানাতে হবে। সঠিকভাবে আবেদন করার পরবর্তী ধাপ হলো একটা পরিক্ষায় বসা। কিভাবে পরিক্ষা হবে, কোথায় হবে এবং কোন সিলেবাসে হবে তা আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, আপনি সেই সহজ পরিক্ষায় পাস করার পরেই কিন্তু আধার সেবা কেন্দ্র খুলতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aadhar card

আধার সেবা কেন্দ্র খোলার পর যেই কাজটা আপনাকে সবথেকে বেশি করতে হবে সেটা হলো, আধার কার্ডে হাতের ছাপ পরিবর্তন এবং চোখের রেটিনা স্ক্যান সংক্রান্ত কাজ। ভালো লোকেশনে আপনার আধার সেবা কেন্দ্র থাকলে আপনি এই দুই ধরনের কাজ করেই প্রতিমাসে প্রচুর টাকা রোজগার করতে পারবেন।।

আপনার জন্য
WhatsApp Logo