আজকাল একের বেশি সিম কার্ড (SIM card) থাকার মতো একের বেশি ব্যাংক একাউন্ট (Bank account) রয়েছে অনেকেরই। আসলে আমরা ভারতীয়রা যে কোন কিছুতে বেশি সু্যোগ সুবিধা পাওয়ার জন্য একের বেশি সিম কার্ড আবার একের বেশি ব্যাংক একাউন্ট খুলে থাকি। যেই ব্যাংক কিংবা সিম কম্পানি আমাদের যতো ভালো অফার দেবে আমরা তখন সেই ব্যাংক কিংবা সেই কম্পানির সিম ব্যাবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন একজন ব্যক্তি সর্বোচ্চ কতগুলো ব্যাংক একাউন্ট খুলতে পারেন নিজের নামে? চলুন জেনে নিই। না জানলে সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি।
ভারতীয় টেলিকম অথরিটি TRAI এর নিয়ম অনুসারে, একজন ব্যক্তি কেবলমাত্র নিজের নামে ১০টি সিম কার্ড ইস্যু করতে পারেন। কিন্তু একজন ব্যক্তি নিজের নামে কতগুলো ব্যাংক একাউন্ট খুলতে পারেন এই বিষয়ে খুব বেশি তথ্য কারো জানা নেই। তাই অনেকেই লাভের আশায় বিভিন্ন ব্যাংকে একের বেশি অধিক ব্যাংক একাউন্ট খুলে থাকেন। আর এর জন্য পরে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়। অনেকেরই একাধিক ব্যাংক একাউন্ট থাকার কারণে সেই তথ্য ফাঁস হয়ে চলে যায় হ্যাকারদের কাছে। ফলে ফাঁকা হচ্ছে বহু মানুষের ব্যাংক একাউন্ট। তাই একাধিক ব্যাংক একাউন্ট খোলা নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI– এর কিছু গাইডলাইন রয়েছে। চলুন জেনে নিই।
RBI এর নিয়ম অনুযায়ী, একজন ব্যাক্তি চাইলেই নিজের নামে যতো খুশি ব্যাংক একাউন্ট খুলতে পারেন। এতে কোন বাঁধা নেই। তবে একের বেশি ব্যাংক থাকলে এতে ঐ ব্যক্তির খরচ ততো বেশি। যেমন প্রতি বছর তাকে ATM card এবং ব্যাংক একাউন্ট মেনটেনেন্সের জন্য চার্জ দিতে হবে। আবার সব ব্যাংকে মিনিমাম ব্যালেন্স (minimum balance) রাখার নিয়ম আলাদা। যদি কোন ব্যক্তি ব্যাংকের মিনিমাম ব্যালেন্স রাখার এই নিয়ম ফলো না করে তাহলে তার ব্যাংক একাউন্ট বন্ধ হতে পারে, এমনকি একাউন্ট থেকে পয়সাও কেটে নেওয়া হতে পারে তার। তাই একের বেশি ব্যাংক একাউন্ট থাকা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।