Friday, December 13, 2024

প্রায় ২ কোটি মানুষের বাতিল হল রেশন কার্ড, তালিকায় থাকতে পারে আপনার নামও! চেক করে নিন

রাজ্যে ভোটের আগে সবচেয়ে বড় খবর। প্রায় ২ কোটি মানুষের বাতিল করা হলো রেশন কার্ড (Ration card)। হ্যা ঠিকই শুনেছেন। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে ২ কোটি মানুষের রেশন কার্ড বাতিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। খবর অনুযায়ী, এই ২ কোটি মানুষের রেশন কার্ড বাতি করে পশ্চিমবঙ্গ সরকারের লাভ হয়েছে ৩,৫০০ কোটি টাকা। রেশন কার্ড বাতিলের তালিকায় থাকতে পারে আপনার নামও!! এখুনি করুন চেক।

রেশন কার্ডই একমাত্র ভরসা গরিব দুঃখী মানুষের জন্য। এই রেশন কার্ডের মাধ্যমেই বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন বহু মানুষ। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন যে, ভোটে জিতলে তিনি সারাজীবন মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী দেবেন। কিন্তু এর মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে প্রায় ২ কোটি মানুষের রেশন কার্ড বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতর থেকে। কিন্তু কেন বাতিল করা হলো এসব রেশন কার্ড? তালিকায় কি থাকতে পারে আপনার নাম? চলুন জেনে নিই।

Ration

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আসলে ২ কোটি ভুয়া রেশন কার্ড (Fake Ration card) বাতিল করে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতর। তারা দাবি করে যে আধার এবং রেশন কার্ড লিঙ্কের পরিষেবা চালু করার পরেই ভুয়ো রেশন কার্ডের সংখ্যা অত্যাধিক হারে বেড়ে চলেছিল। আর তাই এসব ভুয়া রেশন কার্ড বাতিল করা হয়, এবং রেশন কার্ড বাতিল করে পশ্চিমবঙ্গ সরকারের সাশ্রয় হয়েছে ৩,৫০০ কোটি টাকা। খাদ্য ও সরবরাহ দফতর থেকে বলা হয় যে, আধার এবং রেশন কার্ড লিঙ্কের আগে প্রায় সাড়ে ১০ কোটি রেশন কার্ড ছিল পশ্চিমবঙ্গে। কিন্তু আধার রেশন কার্ড লিঙ্কের পরিষেবা চালু করার পর হঠাৎ করেই রাজ্যে ভুয়ো রেশন কার্ডধারীদের সংখ্যা বাড়তে থাকে। তাই এসব ২ কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে।

আপনার জন্য
WhatsApp Logo