লক্ষীর ভান্ডার প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যে বসবাসকারী মহিলারা প্রতিমাসে ব্যাংক একাউন্টে ৫০০ এবং ১ হাজার টাকা করে পেয়ে উপকৃত হচ্ছেন। আর এই প্রকল্পটি চালু করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। তবে এবারে শোনা যাচ্ছে যে, লক্ষী ভান্ডারের পর নতুন আরোও একটি প্রকল্প চালু হতে যাচ্ছে এই বাংলাতে। যেই প্রকল্পে নাম লেখালে বাড়ির মহিলারা প্রতিবছর ব্যাংক একাউন্টে ৫,০০০ টাকা করে পাবেন।
নতুন এই প্রকল্পের নাম হচ্ছে জাগো প্রকল্প (Jago scheme)। যেই প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলারা ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ঋণ এবং প্রতি বছর তাদের ব্যাংক একাউন্টে ৫,০০০ টাকা করে দেয়া হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই নাম তোলা শুরু হয়ে গিয়েছে জাগো প্রকল্পের জন্য। আবেদনকারীকে অনলাইনে (Online) shgsewb.gov.in নাম অফিস ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তাহলেই কাজ হয়ে যাবে।
কারা কারা জাগো প্রকল্পের সুবিধা নিতে পারবে?
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত মহিলারা রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা সদস্য হবেন তাঁরাই জাগো প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ব্যাংকে ৫,০০০ টাকা করে পাবেন। পাশাপাশি উক্ত ঐ স্বনির্ভর গোষ্ঠীর মেয়াদ কমপক্ষে ১ বছরের উপরে হতে হবে এবং স্বনির্ভর গোষ্ঠীতে যে ব্যাংক একাউন্টে রয়েছে তাঁতে কমপক্ষে ৫ হাজার টাকা জমা থাকতে হবে। তাহলেই সুবিধা মিলবে এই প্রকল্পের।